হিন্দুত্ববাদের অস্তিত্ব সম্পর্কে মোদীর জ্ঞান নিয়ে এবার খোঁচা দিলেন রাহুল গান্ধী। যিনি নিজেকে হিন্দু বলেন, তিনি নিজেই জানেন না হিন্দুত্বের অস্তিত্ব, তাহলে তিনি কেমন ধরনের হিন্দু? প্রধানমন্ত্রীকে কার্যত এই সুরেই নিশানা করেছেন কংগ্রেস সভাপতি। শনিবার রাজস্থানের উদয়পুরে ভোট প্রচারে গিয়ে মোদীর বিরুদ্ধে এমনই তীর্যক মন্তব্য করেন সোনিয়াপুত্র। যে মন্তব্য সামনে আসার পরই রাহুলকে পাল্টা নিশানা করতে আসরে নেমেছে বিজেপি।
ঠিক কী বলেছেন রাহুল? ‘‘গীতায় কী বলা রয়েছে? তা আমরা সকলেই জানি…আমাদের প্রধানমন্ত্রী নিজেকে হিন্দু বলেন, কিন্তু তিনি হিন্দুত্বের অস্তিত্ব সম্পর্কে জানেন না। তবে তিনি কেমন হিন্দু?’’, একথাই কার্যত বলেছেন রাহুল।
আরও পড়ুন, উনিশে জাতীয় দলের সরকারই চান মোদীর বড়দা
এদিকে, রাহুলের এহেন মন্তব্য সামনে আসতেই সরব হয়েছে বিজেপি। মোদীর হিন্দুত্ববাদের জ্ঞান সম্পর্কে প্রশ্ন তোলায় রাহুলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেছেন, ‘‘রাহুল গান্ধী বলেছেন যে, প্রধানমন্ত্রী হিন্দু হওয়ার মানে জানেন না। উনি একথা বলেছেন কারণ, ওঁর জাত ও ধর্ম নিয়ে উনি ও কংগ্রেস দু’জনেই দোটানায়। বছরের পর বছর ধরে উনি নিজেকে ধর্মনিরপেক্ষ নেতা হিসেবে তুলে ধরছেন। কিন্তু যেই ভোটের দিন সামনে এসে, তখনই উনি উপলব্ধি করেন যে, হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তাই গোটা ছবিটা বদলে দেন।’’
শুধু সুষমা স্বরাজই নন, মোদীর বিরুদ্ধে রাহুলের এহেন মন্তব্য নিয়ে সরব হয়েছেন আইনমন্ত্রী রবিশংকর প্রসাদও। তিনি বলেছেন, ‘‘রাহুল গান্ধীর সমস্যা হল, উনি দিশেহারা। রাজনৈতিক উদ্দেশ্যেই রাহুল তাঁর হিন্দুত্বের ইমেজ বদলান। রাজনৈতিক কারণেই তাঁর হিন্দু ধর্ম নিয়ে বিশ্বাস বদলে যায়।’’ রাহুলের মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে কটাক্ষের সুর শোনা গিয়েছে বিজেপি সভাপতি অমিত শাহর গলায়। মোদীর সেনাপতি বলেছেন, ‘‘কংগ্রেস এখন হিন্দু ধর্ম নিয়ে প্রচার করছে…ওরা এখন আমাদের গীতা নিয়ে জ্ঞান দিচ্ছেন।’’
Read the full story in English
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Politics News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
দেশনায়ককে শ্রদ্ধার্ঘ্য কেন্দ্রের, হাওড়া-কালকা মেল এখন থেকে 'নেতাজি এক্সপ্রেস'
বিরাটকে সরিয়ে রাহানেকেই টেস্ট নেতা করা হোক, বিতর্ক উসকে বললেন সুপারস্টার
দীর্ঘদিন 'নিরুদ্দেশ' থাকার পর ফের প্রকাশ্যে চিনা ধনকুবের জ্যাক মা
"দালালি বন্ধ করুন!", কাঁথি থানায় ঢুকে আইসিকে ধমক তৃণমূল নেতার
'গো-মাংস' ইস্যুতে দেবলীনার বিরুদ্ধে বিজেপির FIR, স্বামী তথাগতর হুঁশিয়ারি 'কোর্টে দেখা হবে'
'রাস্তায় নেমে ভাম-রাজনীতি করলে, চাটনি করে দেব', শ্রীলেখাকে হুমকি! পালটা দিলেন অভিনেত্রী
মুখ্যমন্ত্রীকে 'অপমান'! সায়নী ঘোষের পুরনো ভিডিও পোস্ট করে মমতাকে 'খোঁচা' তথাগতর
'দলের লোকেরাই ভোটে হারানোর চেষ্টা করছে', বিস্ফোরক তৃণমূল বিধায়ক
স্মিথ, মালিঙ্গাকে ছেড়ে দিল রাজস্থান, মুম্বই! কেকেআর দলেও চমক