/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/nitin-gadkari.jpg)
মহারাষ্ট্রে চাকরিতে সংরক্ষণ প্রসঙ্গে নিতিন গড়করি দেশে চাকরি না থাকার কথা বলে ফেললেন। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে তিনি বলেন, ‘‘ধরে নেওয়া হোক সংরক্ষণ দেওয়া হল। কিন্তু চাকরি নেই। আইটি সেক্টরের জন্য ব্যাঙ্কে চাকরির ক্ষেত্র সংকুচিত হয়ে গেছে। সরকারি চাকরিতে নিয়োগ বন্ধ। চাকরি কোথায়?’’
বিজেপি-র এই নেতা বলেছেন, ‘‘অনগ্রসরতা রাজনৈতিক অভিসন্ধি হয়ে উঠেছে।’’ তিনি বলেন, ‘‘সবাই বলছে আমি অনগ্রসর। বিহার উত্তরপ্রদেশে ব্রাহ্মণরা ক্ষমতাশালী। সেখানে তারাই রাজনীতি নিয়ন্ত্রণ করে। এবং বলে, যে তারা অনগ্রসর। একটা চিন্তাধারা রয়েছে, যেখানে গরিবকে গরিবই ভাবা হয়, তার জাত-পাত বা ধর্ম নেই। হিন্দু বা মুসলমান বা মারাঠা, সব সম্প্রদায়ের মধ্যেই একদলের পরার কাপড় নেই, পেটে দেওয়ার খাবার নেই। একটা এমন চিন্তাধারাও রয়েছে, যেখানে সমস্ত সম্প্রদায়ের দরিদ্রকেই দরিদ্র বলে ভাবা হয়ে থাকে।’’ এই ‘আর্থ সামাজিক চিন্তা’কে রাজনীতিমুক্ত রাখার কথা বলেছেন নিতিন গড়করি।
পরে অবশ্য একটি টুইট করে নিতিন গড়করি জানিয়ে দিয়েছেন, জাতপাত থেকে সরে এসে অর্থনীতিনির্ভর সংরক্ষণ ব্যবস্থা রূপায়িত করার পরিকল্পনা তাঁদের নেই।
My attention has been drawn to certain media reports attributed to me. There is absolutely no thinking at the central government to change the reservation criteria from castes to economic conditions.
— Nitin Gadkari (@nitin_gadkari) August 4, 2018
আন্দোলনকারীদের শান্তি বজায় রাখার অনুরোধ করে নিতিন গড়করি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মারাঠাদের সংরক্ষণের দাবি নিয়ে আলোচনা চালাচ্ছেন। তিনি বলেন, একবার সংরক্ষণ চালু হলে তা যেন সংবিধান ও আইনগত ভাবে যথাযথ হয়, সে দিকে খেয়াল রাখা হচ্ছে বলে আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ফড়নবিশ। গত দু দিনে সংরক্ষণের আন্দোলনের জেরে সাত জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।
নিতিন গড়করি এদিন দায়িত্বশীল রাজনৈতিক দলগুলিকে আগুনে ঘৃতাহুতি না দেওয়ার আহ্বান করেছেন।