পুলওয়ামা হামলার প্রথম বর্ষপূর্তিতে মোদী সরকারকে কটাক্ষ করে একাধিক প্রশ্ন তুললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন টুইটে পুলওয়ামা হামলা নিয়ে মূলত তিনটি প্রশ্ন ছুড়ে দেন তিনি।
টুইটে তিনি রাহল গান্ধী লেখেন, 'আজ আমরা পুলওয়ামা হামলায় শহিদ ৪০ জন জওয়ানের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করছি। আজ কয়েকটি প্রশ্ন করা যাক। প্রথমত- এই হামলায় সবচেয়ে বেশি লাভ কে হয়েছে? দ্বিতীয়ত- হামলার তদন্তের ফলাফল কী? তৃতীয়ত- সুরক্ষার গাফিলতির জন্য যে হামলা হয়, তার জন্য বিজেপি সরকারের কাকে দায়ী করা হয়েছে?'
Today as we remember our 40 CRPF martyrs in the #PulwamaAttack , let us ask:
1. Who benefitted the most from the attack?
2. What is the outcome of the inquiry into the attack?
3. Who in the BJP Govt has yet been held accountable for the security lapses that allowed the attack? pic.twitter.com/KZLbdOkLK5
— Rahul Gandhi (@RahulGandhi) February 14, 2020
গত বছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলার ঘটনা ঘটে। জৈশ-ই-মহম্মদ সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করে। আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। সাম্প্রতিককালে এই হামলাকে ভয়াবহ বলে ববর্ণনা করা হয়েছে। এরপরই ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র চাপানউতোর শুরু হয়। যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। জঙ্গি ঘাঁটি ভাঙতে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা।
পুলওয়ামা হামলা, বালাকোটে এয়ারস্ট্রাইককে পুঁজি করে 'জাতীয়তাবাদের' প্রচার শুরু করে কেন্দ্রের শাসক দল বিজেপি। গত বছর লোকসভা ভোটের প্রচারেও গেরুয়া শিবিরের অন্যতম ইস্যু ছিল 'জাতীয়তাবাদ'। এদিন টুইট করে কার্যত বিজেপির সেই 'জাতীয়বাদ' ইস্যুকেই খোঁচা দিলেন রাহুল গান্ধী।
আরও পড়ুন: পুলওয়ামা হামলার বর্ষপূর্তি, শহিদ স্মরণে মোদী-মমতা
গত বুধবারই জাতীয় তদন্তকারী সংস্থা পুলওয়ামার মূল চক্রী সহ চার জৈশ জঙ্গির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে। অভিযুক্তরা দেশজুড়ে নাশকতার যড়যন্ত্র করছিল বলে জানিয়েছে এনআইএ।
শুক্রবার, পুলওয়ামার প্রথম বর্ষপূর্তিতে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। টুইটে মোদী লিখেছেন, ‘গতবছরের ভয়াবহ পুলওয়ামা হামলায় প্রাণ হারানো সাহসী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য। যাঁরা আমাদের দেশের সুরক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন তাঁরা প্রত্যেকেই ব্যতিক্রমী। ভারত এই শাহীদদের আত্মত্যাগ ও বীরত্ব কোনও দিনও ভুলবে না।’
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটে লেখেন, ‘২০১৯ সালে পুলওয়ামায় কাপুরোষচিত হামলায় শহিদ সিআরপিএফ জওয়ানদের স্মরণ করছি। ভারত কোনওদিন তাঁদের আত্মত্যাগের কথা ভুলবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সারাদেশ একসঙ্গে লড়বে।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মাইক্রো বল্গিং সাইটে জানিয়েছেন, ‘নিজেদের প্রাণের বিনিময়ে মাতৃভূমির সার্বভৌমত্ব ও অখণ্ডতা যাঁরা রক্ষা করলেন ভারতবাসী সবসময়ই সেইসব শহিদ ও তাঁদের পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবে।’
শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘২০১৯ সালে আজকের দিনে পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের স্মরণ করছি। বীর জওয়ানদের স্যালুট জানাচ্ছি। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জয় হিন্দ।’
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন