scorecardresearch

‘দিল্লিবাসীর উপর আপনার এত রাগ কেন?’, মোদীকে কড়া চিঠি কেজরিওয়ালের, ফুঁসছে বিজেপি

কেজরির চিন্তা বাড়িয়ে দিল্লির বাজেট স্থগিত করে দিল কেন্দ্র।

Arvind Kejriwal, Manish Sisodia, Narendra Modi, Indira Gandhi, BJP, Congress, Indian Express, India news, current affairs
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কেজরিওয়াল।

আবগারি দুর্নীতিতে ইতিমধ্যেই জেলবন্দি সেকেন্ড ইন কমান্ড। তার জেরে কপালে চিন্তার ভাঁজ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এবার কেজরির চিন্তা বাড়িয়ে দিল্লির বাজেট স্থগিত করে দিল কেন্দ্র। এমনটাই অভিযোগ আম আদমি পার্টির জাতীয় আহ্বায়কের। এই নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কেজরিওয়াল।

চিঠিতে কেজরি দিল্লির বাজেট না আটকানোর জন্য আবেদন করেছেন। তার জন্য বিজেপি কেজরিওয়ালকে সস্তা রাজনীতি বন্ধ করতে বলেছে। তাদের পাল্টা তোপ, প্রধানমন্ত্রীকে নীচু করতে রাজনৈতিক চক্রান্ত আম আদমি পার্টির। কেজরি চিঠিতে লিখেছেন, “স্বাধীনতার ৭৫ বছরের ইতিহাসে প্রথমবার কোনও রাজ্যের বাজেট আটকানো হল। আপনার দিল্লির মানুষের প্রতি এত রাগ কেন? দয়া করে দিল্লির বাজেট আটকাবেন না। আপনাকে হাতজোড় করে আবেদন করছি, বাজেটের অনুমতি দিন।”

আরও পড়ুন বিরোধী জোটের সলতে পাকাতে আজই ওড়িশা সফরে মমতা, পুরীতে পুজো দিয়ে নবীন-সাক্ষাৎ

প্রসঙ্গত, আজ, মঙ্গলবার বিধানসভায় বাজেট পেশ করার কথা ছিল আপের। কিন্তু তা আটকে দিয়েছে কেন্দ্র এমনটাই অভিযোগ কেজরিওয়ালের। তিনি একটি টিভি চ্যানেলে এই কথা বলেছেন। তার জেরে স্বরাষ্ট্রমন্ত্রক, উপরাজ্যপালের অফিস এবং দিল্লি সরকারের মধ্যে সংঘাত তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, উপরাজ্যপালের অফিস রাজ্য বাজেটের প্রশাসনিক ধরন নিয়ে আপত্তি জানিয়েছে। তাই আবার বাজেট পেশ করার জন্য বলেছে। দিল্লি সরকারের কাছ থেকে চারদিন ধরে প্রতিক্রিয়ার অপেক্ষা করছে মন্ত্রক।

কেজরির অভিযোগ নিয়ে বিজেপির দাবি, “বাজেটের ফাইল নিয়ে দিল্লি সরকার তিনদিন কী করছে বসে! টিভি চ্যানেলে কেন বক্তৃতা দিচ্ছেন কেজরিওয়াল! তার বদলে বিধানসভার অধিবেশনে বক্তব্য রাখুন। প্রধানমন্ত্রীকে নীচু দেখাতে পরিকল্পিত চক্রান্ত।”

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Why are you angry with people of delhi arvind kejriwal writes to pm modi on stalled budget bjp hits back