শনিবার বিজেপিতে যোগ দিয়েছে। তিন দিনের মাথায় আজ গেরুয়া দলের হয়ে প্রকাশ্য সভায় দেখা যাবে শুভেন্দু অধিকারীকে। বিজেপির ব্যানারে বর্ধমানের কেতুগ্রামে প্রথম সভা করবেন তিনি। তার আগেই প্রাক্তন দলের নিশানায় শুভেন্দু। তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রশ্ন, 'কেন পূর্ব বর্ধমান? কেন নন্দীগ্রামে যাচ্ছেন না শুভেন্দু অধিকারী? কার্যত চ্যালেঞ্জ ছুড়ে বর্ষীয়ান তৃণমূল সাংসদ বলেন, 'আমি চাইব সেখানে তিনি যান।' সাম্প্রদায়িক দলে যোগ দেবার জন্য নন্দীগ্রামের শহিদের মা ফিরোজা বিবি শুভেন্দু অধিকারীর নিন্দা করেছেন বলেও এ দিন দাবি করেন সৌগতবাবু।
পাশাপাশি সৌগত রায় জানান, আগামী কাল অর্থাৎ বুধবারই কাঁথিতে সভা করবে তৃণমূল। সেখানে থাকবেন সৌগত রায়, ফিরহাদ হাকিম। পূর্ব মেদিনীপুরের কাঁথি অধিকারী গড় বলেই পরিচিত। তাহলে কী পাল্টা জবাব দিতেই শুভেন্দুর গড় বেছে নিচ্ছে জোড়া-ফুল শিবির? উত্তরে সৌগত রায় বললেন, 'শুভেন্দু গড় বলে কিছু আছে তাইই মানি না আমরা। বিজেপির অনেক মুখের মতোই শুভেন্দু একজন।'
অর্থাৎ নন্দীগ্রামের প্রাক্তন বিধায়কের কার্যকলাপে নজর রাখছে তৃণমূল। আনুষ্ঠানিকভাবে না বললেও যেখানে যেখানে শুভেন্দু বিজেপির হয়ে সভা করবেন সেখানেই কটাক্ষের জবাব দিতে পাল্টা সভার কথা ভেবেছে রাজ্যের শাসক দল।
শুভেন্দুর বিজেপিতে যোগদানের আবহেই বিভিন্ন জেলায় গেরুয়া বাহিনীর নব্য ও আদি কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, সেই প্রেক্ষাপটে সৌগতর এ দিনের মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যবাহী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন