scorecardresearch

‘পেগাসাস-কাণ্ডে প্রধানমন্ত্রী চুপ কেন?’, আন্দোলনের হুশিয়ারি দিয়ে দিল্লিতে সরব টিএমসি

TMC at Delhi: তৃণমূলের কটাক্ষ, ‘যে নেতা গোলি মারো স্লোগান তোলে, তুমি তাঁকে তুলে এনে তথ্য-সম্প্রচার মন্ত্রী বানিয়ে দিচ্ছো!’

TMC, Parliament, Pegasus case
ফাইল ছবি।

TMC at Delhi: বৃহস্পতিবার দিল্লিতে পেগাসাস-কাণ্ডে সরব হয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের তিন সাংসদ ডেরেক ও ব্রায়েন, সুখেন্দু শেখর রায় এবং শান্তনু সেন। তৃণমূলের তরফে প্রশ্ন, ‘পেগাসাস নিয়ে প্রধানমন্ত্রী চুপ কেন? সংদদের ভিতর-বাইরে এই নিয়ে প্রতিবাদ চলবে।‘ পেগাসাস নিয়ে তদন্ত হোক এই দাবি করে ঘাসফুল শিবিরের মন্তব্য, সামরিক নিরাপত্তার স্পাইওয়্যার সফটওয়ার দিয়ে আপনি ফোন ট্যাপ করছেন! এটা কি ভিডিও গেম? এটা জনস্বার্থ। রাজ্যের শাসক দলের মোদী সরকারকে প্রশ্ন, ‘আপনারা পেগাসাস সফটওয়্যার ব্যবহার করেছেন? হা কি না-তে আমরা জবাব চাই?’

এদিন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী আমাকে শারীরিক নিগ্রহ করেছেন এবং অশ্রাব্য কথা বলেছে।‘ এদিকে, তৃণমূল সাংসদদের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ আনতে পারে বিজেপি। এমনটাই সূত্রের খবর। এই প্রসঙ্গে রাজ্যের শাসক দলের মন্তব্য, ‘যা খুশি করতে পারে, কিন্তু আগামি দিনে দেশের মানুষ বিজেপিকে নোটিশ ধরিয়ে দেবে।‘ সুর চড়িয়ে তৃণমূলের কটাক্ষ, ‘যে নেতা গোলি মারো স্লোগান তোলে, তুমি তাঁকে তুলে এনে তথ্য-সম্প্রচার মন্ত্রী বানিয়ে দিচ্ছো!’ এদিকে এদিন একই ইস্যুতে নবান্নে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী।

কী বলেছেন তিনি?

বৃহস্পতিবার সরকারি একাধিক প্রকল্পের রূপায়ন নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত নিয়েই এই বৈঠক। এদিন তিনি বলেন, ১৬ অগাস্ট রাজ্যজুড়ে খেলা হবে দিবস পালন হবে। রাজ্যের বিভিন্ন ক্লাবকে এক লক্ষ ফুটবল দেওয়া হবে। রাজ্যের শিক্ষকদের জন্য উৎসশ্রী প্রকল্প। বাড়ি থেকে যাতে শিক্ষকদের বেশি দূরে যেতে না হয়, তাই এই প্রকল্প।‘ শুরু করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। পেগাসাস এবং দৈনিক ভাস্করের অফিসে আয়কর হানা নিয়ে এদিন সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সবার কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে। কতদিন ভয় দেখিয়ে রাখবে এভাবে?‘

আর কী কী বললেন তিনি?

  • ১৬ অগাস্ট-১৫ সেপ্টেম্বর দুয়ারে সরকার
  • রাজ্যে বালি-খাদান নীতিতে পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ লুঠ করা যাবে না
  • পেগাসাস-পেগাসাস, মোদী বাবুর নাভিশ্বাস, এটা ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়ে বড়
  • কারা পেগাসাস কিনল, কেন স্বতঃপ্রণোদিত তদন্ত করছে না কেন্দ্র?
  • কাউকে কথা বলতে দেওয়া হয় না, সবার কণ্ঠবন্দি করার চেষ্টা করছে মোদী সরকার
  • আমি ফোনে টেপ লাগিয়ে প্রতীকী প্রতিবাদ করেছি, হোয়াটসঅ্যাপ সুরক্ষিত
  • শুনেছি আরএসএস-এর অনেকের ফোনট্যাপ করা হয়েছে, এভাবে কী চলতে পারে?
  • এভাবে হিটলারি কায়দায় কতদিন চলবে?  
  • সুপার এমারজেন্সি চলছে, আমরা এর তদন্ত চাই
  • আমি কয়েকদিনের জন্য দিল্লি যাব, রাষ্ট্রপরতির সঙ্গে সাক্ষাতের ইচ্ছা রয়েছে
  • প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় পেয়েছি, অনুমতি পেলে দিল্লি সফরে সংসদে যাব
  • ভোটের পর নয় রাজ্যে হিংসা হয়েছে ভোটের সময়  
  • ৩ মে পর্যন্ত কমিশনের অধীনে ছিল রাজ্য প্রশাসন
  • জাতীয় মানবাধিকার কমিশনে একজন বিজেপির সদস্য

এদিন তিনি বলেন, আমি নিজের জন্য নয়, দেশের মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ওরা আমাকে মারতেই পারে, কিন্তু দেশের মানুষকে মারতে দেব না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Why pm is silente over pegasus case asks tmc in press meet national