জেডিইউ পাণ্ডেকে ভোটের টিকিট দিলে, তা হবে বেদনার: কংগ্রেস

যিনি মুম্বই পুলিশকে অপমান করেছিলেন, বিহারের সেই প্রাক্তন ডিজিপিকে ভোটের টিকিট দিলে, তা দুঃখজনক হবে। এ ভাষাতেই সরব হল কংগ্রেস।

যিনি মুম্বই পুলিশকে অপমান করেছিলেন, বিহারের সেই প্রাক্তন ডিজিপিকে ভোটের টিকিট দিলে, তা দুঃখজনক হবে। এ ভাষাতেই সরব হল কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
gupteshwar pandey, গুপ্তেশ্বর পাণ্ডে

ছবি: টুইটার।

বিহারে ভোটের মুখে প্রাক্তন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডের জেডিউতে যোগদান ঘিরে সরগরম রাজনীতির ময়দান। যিনি মুম্বই পুলিশকে অপমান করেছিলেন, বিহারের সেই প্রাক্তন ডিজিপিকে ভোটের টিকিট দিলে, তা দুঃখজনক হবে। এ ভাষাতেই সরব হল কংগ্রেস। বিহারে বিজেপির নির্বাচনের দায়িত্বে থাকা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ যদি পাণ্ডের ভোটের টিকিটের বিরোধিতা না করেন, তাহলে অনেক প্রশ্ন তুলবেন মহারাষ্ট্রের মানুষ, টুইটারে এমন কথাই লিখেছেন মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র সচিন সাওয়ান্ত।

Advertisment

উল্লেখ্য়, সুশান্ত সিং রাজপুতের মৃত্য়ু তদন্তে নেমে আলোচিত হন গুপ্তেশ্বর পাণ্ডে। নীতিশ কুমার সরকারের হয়ে কার্যত সওয়াল করে অভিনেতার মৃত্য়ুর তদন্তভার সিবিআই-কে হস্তান্তরের ব্য়াপারে সক্রিয় অবস্থায় দেখা গিয়েছিল ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডেকে। এমনকি, সুশান্ত মৃত্য়ুকাণ্ডের তদন্ত ঘিরে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। সুশান্তের মৃত্য়ুর তদন্তে মুম্বইয়ে গিয়ে বিহারের আইপিএস বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টিনে রাখা নিয়ে বৃহন্মুম্বই পুরসভার সঙ্গে তাঁর সংঘাতের আবহ তৈরি হয়েছিল।

আরও পড়ুন: জল্পনা সত্যি করে নীতীশের দলেই যোগ দিলেন প্রাক্তন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে

সম্প্রতি, ডিজিপি পদ থেকে স্বেচ্ছাবসর নেন গুপ্তেশ্বর পাণ্ডে। এরপরই তাঁর নীতিশের দলে যোগদানের জল্পনা বাড়তে থাকে। শেষমেশ সব জল্পনার অবসান ঘটিয়ে রবিবার জেডিইউ-তে যোগ দেন পাণ্ডে। বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটে লড়তে পারেন তিনি, এমন গুঞ্জনই চলছে বিহার রাজনীতির অন্দরে।

Advertisment

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp CONGRESS