কংগ্রেসে যোগ দিতে চলেছেন পতিদার আনামত আন্দোলন সমিতির (পিএএস) নেতা হার্দিক প্যাটেল। তবে ঠিক কোন দিন তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন, সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। পিএএস-এর তাঁর সহযোদ্ধা এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই দিনক্ষণ চূড়ান্ত করবেন হার্দিক। কিন্তু, তিনি কি ভোটে লড়ছেন? দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে সদ্য বিবাহিত এই পতিদার নেতা জানিয়েছেন, এ বিষয়টি কংগ্রেস শীর্ষ নেতৃত্বের ওপরই নির্ভর করছে।
আরও পড়ুন: "মোদীর বিরুদ্ধে কেন ফৌজদারি তদন্ত নয়?"
মঙ্গলবার আমেদাবাদে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকের সময় হার্দিকের কংগ্রেসে যোগদান সম্পর্কে জল্পনা তৈরি হয়েছিল। সে সময় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে তিনি বলেছিলেন, "আমার কংগ্রেসে যোগদানের খবরটি স্থানীয় সংবাদপত্র থেকেই জেনেছি। কিন্তু, কোথায় এবং কখন আমি যোগ দেব তা এখনই বলতে পারব না। আগামী দিন দুয়েকের মধ্যে এ বিষয়টি স্থির হয়ে যাবে। আমি রাজ্য কংগ্রেসের নেতাদের সঙ্গে দেখা করব। আর যদি দল মনে করে সেক্ষেত্রে আমি নির্বাচনেও লড়তে পারি"। হার্দিক প্যাটেল একা নন, তাঁর সঙ্গে হাত শিবিরে আসতে পারেন পিএএস-এর কোর গ্রুপের মোট নয় নেতার মধ্যে প্রায় পাঁচ জন।
Read the full story in English