অরুণাচলে বিজেপি-ডেডিইউ সম্পর্কের প্রভাব পড়বে না বিহারে। বিহারে জেডিইউ-বিজেপি জোট ভাঙবেই না। সোমবার এমন মন্তব্য় করেছেন বিজেপি নেতা তথা বিহারের উপমুখ্য়মন্ত্রী সুশীল মোদী। উল্লেখ্য়, অরুণাচলপ্রদেশে নীতীশ কুমারের দলের ৭ বিধায়কের মধ্য়ে ৬ জনই বিজেপিতে যোগ দিয়েছেন। যা ঘিরে জেডিইউ-বিজেপি সম্পর্কে চাপানউতোর শুরু হয়েছে।
এ প্রসঙ্গে সুশীল মোদী এদিন বলেন, ‘‘বিহারে আমাদের মজবুত জোট রয়েছে এবং এটা ভাঙবে না। অরুণাচলপর্বের কোনও প্রভাব এখানে পড়বে না’’। এরপর সদ্য় সমাপ্ত বিহার নির্বাচনের ফলপ্রকাশের পর মুখ্য়মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণে নীতীশ কুমারের অনিচ্ছা প্রসঙ্গে সুশীল বলেন, ‘‘উনি মুখ্য়মন্ত্রী হতে চাননি। আমরা ওঁকে মুখ্য়মন্ত্রী করতে চেয়েছিলাম। আমরা ওঁকে মুখ্য়মন্ত্রী হিসেবে তুলে ধরেছি এবং উনি এনডিএ-র মুখ্য়মন্ত্রী। উনি আমাদের অনুরোধে দায়িত্বভার গ্রহণ করেছেন’’।
আরও পড়ুন: ‘লাভ জিহাদ’ আইন: বিজেপির উল্টো সুর শরিকের
প্রসঙ্গত, এবার বিহার নির্বাচনে ধাক্কা খেয়েছে নীতীশের দল। ২৪৩ বিধানসভা আসনের মধ্যে এবার এনডিএ জিতেছে ১২৫টিতে। এর মধ্যে ৪৩টি ডেজিইউ ও ৭৪টি আসন পেয়েছে বিজেপি। বাকি আটটি আসন জিতেছে হ্যাম ও ভিআইপি দল। আরজেডি পেয়েছে ৭৫টি আসন। এবার ভোটে আসনের নিরিখে লালুর দলই এককভাবে বৃহত্তর। সেখানে তিন নম্বরে নেমেছে জেডিইউ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন