মধ্যপ্রদেশেই বাঁচবেন, মধ্যপ্রদেশেই মরবেন শিবরাজ সিং চৌহান। রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি কেন্দ্রে য়াবেন না।
১৫ বছর পর মধ্যপ্রদেশে হেরেছে ভারতীয় জনতা পার্টি। চৌহান বলেছেন কেন্দ্রীয় সরকারের পদের জন্য তিনি লালায়িত নন।
আরও পড়ুন, রাজস্থানের মুখ্যমন্ত্রী সম্ভবত অশোক গেহলোট
মধ্যপ্রদেশে কংগ্রেসের কাছে পরাজিত হয়েছে বিজেপি। এখানে সপা এবং বসপার সমর্থন নিয়ে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস। বুধবারই পদত্যাগ করেন শিবরাজ। তিনি বলেছিলেন, সংখ্যা যেহেতু নেই, সে কারণে তাঁরা কোনও দাবি জানাবেন না।
মধ্যপ্রদেশ বিধানসভায় মোট আসন ২৩০টি। ম্যাজিক ফিগার ১১৬। সেখানে কংগ্রেস পেয়েছে ১১৪টি আসন এবং বিজেপি পেয়েছে ১০৯টি আসন। বসপা ২টি এবং সপা একটি আসন পেয়েছে। এই দুই দলই কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করেছে।
এর আগে দলের বিপর্যয় প্রসঙ্গে শিবরাজ বলেছিলেন, ‘‘মধ্যপ্রদেশে বিজেপির হারের দায় আমার।’’ দলীয় কর্মীরা যে কঠোর পরিশ্রম করেছেন, সেকথাও উল্লেখ করেছেন মধ্যপ্রদেশের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সে রাজ্যের কংগ্রেস সভাপতি কমল নাথকে জয়ের অভিনন্দনও জানিয়েছেন তিনি।