Advertisment

জেলে অবাধে বিকোচ্ছে মাদক, ভুল প্রমাণে রাজনীতি ছাড়ার হুঙ্কার

মুখ্যমন্ত্রীকে পদক্ষেপ না নেওয়ার জন্য তুলোধোনা।

author-image
IE Bangla Web Desk
New Update
drugs sold in punjab jails, navjot singh sidhu, navjot singh sidhu leave politics if wrong, navjot singh sidhu jail drugs sale"

জেলে অবাধে বিকোচ্ছে মাদক, ভুল প্রমাণে রাজনীতি ছাড়ার হুঙ্কার

শনিবার পাঞ্জাব কংগ্রেসের প্রাক্তন প্রধান নভজ্যোত সিং সিধু জেলের ভিতর মাদক বিক্রির মারাত্মক অভিযোগ করেছেন। তিনি তাঁর অভিযোগে বলেছেন, রাজ্যের জেলের ভিতরে অবাধে মাদক বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, তার দাবি ভুল প্রমাণিত হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

Advertisment

কংগ্রেস নেতা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে এই বিষয়ে পদক্ষেপ না নেওয়ার জন্য নিন্দাও করেছেন। নভজ্যোত সিং সিধু ১৯৮৮ সালের একটি রোড রেজ মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশে এক বছরের সশ্রম কারাদণ্ডের সাজা ভোগ করেন। তবে কারাবাসের সময় ভালো আচরণের কারণে জেলের মেয়াদ শেষের ২ মাস আগেই তিনি মুক্তি পান।

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কে দুই রাজ্যের মাদকাসক্তিতে আক্রান্ত ব্যক্তিদের বিবরণের বিষয়ে একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করতে বলার কয়েকদিন পরেই জেলের ভিতরে মাদক বিক্রির বিষয়ে নভজ্যোত সিং সিধুর অভিযোগ এসেছে।

পাশাপাশি সিধু ক্রমবর্ধমান ঋণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পাঞ্জাবের আপ সরকারকেও নিন্দা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় তহবিল ব্যবহার করছে না, যার কারণে কেন্দ্র সরকার পাঞ্জাবের জন্য ৮০০০ কোটি টাকার তহবিল আটকে রেখেছে। কংগ্রেস নেতা যোগ করেছেন যে রাজ্য সরকারের কাছে কেন্দ্রীয় প্রকল্পে তার ৪০ শতাংশ অংশ দেওয়ার মতো তহবিল নেই।

শনিবার তিনি এই দাবিকে চ্যালেঞ্জ করে বলেছেন যে তার বক্তব্য ভুল প্রমাণিত হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। সিধু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে এই বিষয়ে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন।

Punjab Congress
Advertisment