/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/amit-shah.jpg)
আসামের এক সভায় বক্তব্য রাখছেন অমিত শাহ (ছবি- টুইটার)
আসামকে কাশ্মীর হতে দেওয়া হবে না। রবিবার আসামের লখিমপুরে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ কথা বললেন বিজেপি সভাপতি অমিত শাহ। জম্মু ও কাশ্মীরে সিআরপিএফ কনভয়ে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এনআরসি নিয়ে এ মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, "আমরা আসামকে আরেকটা কাশ্মীর হতে দেব না। সে কারণেই আমরা এনআরসি এনেছি। এনআরসি-র মাধ্যমে প্রতিটি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠাব।"
জওয়ানদের আত্মবলিদান বৃথা যাবে না বলে এদিন প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন পূর্বসূরী কংগ্রেসের মত বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার এ ব্যাপারে আপোস করতে রাজি নয়।
আরও পড়ুন, জৈশ-এ-মহম্মদ কেন পাক গোয়েন্দা সংস্থার নয়নের মণি
তিনি বলেছেন, "ভীরুর মত আক্রমণ হেনেছে পাকিস্তানের জঙ্গিরা। জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না, কারণ কেন্দ্রে কংগ্রেস সরকার নেই। এটা বিজেপি সরকার এবং তারা নিরাপত্তা ইস্যুতে কোনও রকম আপোস করবে না।"
আসাম চুক্তি নিয়ে বিজেপি সভাপতি বিরোধী কংগ্রেস এবং তাদের পূর্বতন জোটসঙ্গী অসম গণ পরিষদকে আক্রমণ করেন। তিনি বলেন, ১৯৮৫ সালে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে প্রায় পুরো সময় জুড়ে এই দুটি দলই ক্ষমতায় থাকা সত্ত্বেও চুক্তি রূপায়ণের ব্যাপারে বিন্দুমাত্র এগোয়নি তারা।
এদিনে ভাষণে নাগরিকত্ব (সংশোধনী) বিলের বিষয়টিও উল্লেখ করেছেন অমিত শাহ। এই বিল রাজ্যসভায় পেশ করতেই ব্যর্থ হয়েছে কেন্দ্র। অমিত শাহ বলেন, এ বিল নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে।
তিনি বলেন, "এ বিল শুধুমাত্র উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির জন্যই নয়, পুরো ভারতের জন্যই। যে ভাবে আসামের জনতত্ত্ব বদলে যাচ্ছে, তাতে নাগরিকত্ব বিল না প্রয়োগ হলে এ রাজ্যের বাসিন্দারা ঘোর বিপদের মধ্যে পড়বেন।"