Advertisment

'নারী ক্ষমতায়নের এক নতুন যুগের সূচনা'...! প্রতিশ্রুতি পূরণে বিরাট প্রাপ্তি মোদীর

বিল পাশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল সাংসদকে ধন্যবাদ জানান।

author-image
IE Bangla Web Desk
New Update
Women Reservation Bill 2023, Women Reservation Bill 2023 Passed in Parliament, PM Narendra Modi, women MPs celebrated victory, women MPs celebrated victory with PM Modi, Social Media Platform X, parliament special session, parliament special session updates, Nari Shakti Vandan Act, Nari Shakti Vandan Act latest updates,Women reservation bill, women reservation bill news, PM narendra modi, Parliament"

'নারী ক্ষমতায়নের এক নতুন যুগের সূচনা'...! আপ্লুত মোদী

লোকসভার পরীক্ষায় পাশ মহিলা সংরক্ষণ বিল। এবার ‘নারী শক্তি বন্দন অধিনিয়াম’ আইনও বৃহস্পতিবার রাজ্যসভায় পাশ হয়েছে। হাউসে এর পক্ষে ২১৪ টি ভোট দেওয়া হয় এবং এর বিরুদ্ধে একটি ভোট পড়েনি। এখন এই বিলটি আইন হিসাবে কার্যকর করা হবে এবং আইনটি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই লোকসভা এবং রাজ্য বিধানসভায় ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত হবে। বিলটি পাস হওয়ার পর মহিলা সাংসদদের মধ্যে খুশির হাওয়া।

Advertisment

মহিলা সাংসদরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গ্রুপ ফটোও তোলেন সকলে। প্রধানমন্ত্রীও মহিলা সাংসদদের কাছে মাথা নত করে শুভেচ্ছা জানান। মহিলা সাংসদের আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

রাজ্যসভায় পাশ হওয়া মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন যে 'আমরা সবসময় বলেছি যে মোদী থাকলে তা সম্ভব', আজ তিনি এটি আবার প্রমাণ করলেন। জানিয়ে রাখি, মহিলা সংরক্ষণের দাবি বহুদিন ধরেই। লোকসভা ও রাজ্যসভায় বিলটি পাশ হওয়ায় সংসদ ও বিধানসভায় নারীর ক্ষমতায়নের পথে ২৭ বছরের দীর্ঘ খরার অবসান ঘটেছে। ইউপিএ সরকার ২০১০ সালে রাজ্যসভায় এটি পাস করলেও বিল লোকসভায় আটকে যায়।

বিল পাশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল সাংসদকে ধন্যবাদ জানান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তিনি লিখেছেন, 'আমাদের দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মুহূর্ত! ১৪০ কোটি ভারতীয়কে অনেক অভিনন্দন! 'নারী শক্তি বন্দন অধিনিয়াম’ আইন সম্পর্কিত বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য রাজ্যসভার সমস্ত সাংসদের প্রতি আন্তরিক কৃতজ্ঞ। এটি সর্বসম্মতিক্রমে পাস হওয়ার অত্যন্ত উত্সাহজনক। এর ফলে নারী শক্তির প্রতিনিধিত্ব আরও জোরদার হবে এবং তাদের ক্ষমতায়নের এক নতুন যুগের সূচনা হবে। এটি শুধু একটি আইন নয়, এর মাধ্যমে জাতি গঠনে অমূল্য ভূমিকা পালনকারী দেশের মা, বোন ও কন্যারা তাদের অধিকার পেয়েছে। এই ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে কোটি কোটি নারীর কণ্ঠস্বর উচ্চতর হবে এবং তাদের শক্তি, সাহস ও সামর্থ্য নতুন পরিচয় পাবে"।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতরে দলের মহিলা কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় মহিলা সংরক্ষণ বিল পাসকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছিলেন যে এটি বিজেপির প্রতিশ্রুতি ছিল এবং এটি আজ তা পূরণ হয়েছে। বিলের পক্ষে ভোট দেওয়ার জন্য সাংসদদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সাংসদরা দলীয় নীতির ঊর্ধ্বে গিয়ে বিলটিকে সমর্থন করেছেন। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, যে তাঁর সরকার মহিলাদের সুরক্ষা, সম্মান এবং সমৃদ্ধির জন্য স্কিমগুলি দিয়ে তাদের বাঁধন মুক্ত করার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন "এটি আমাদের সৌভাগ্য যে মানুষ আমাদের এই ইতিহাস তৈরি করার সুযোগ দিয়েছে,"।

Womens Reservation Bill
Advertisment