দুষ্কৃতীদের প্রতি মুখ্যমন্ত্রী যোগীর হুঁশিয়ারি, মহিলাদের শ্লীলতাহানি করলে সাক্ষাৎ যমরাজ সামনে এসে দাঁড়াবেন। উত্তরপ্রদেশের গোরখপুরে দুষ্কৃতীদের সতর্ক করার সময় যোগী আদিত্যনাথ বলেন, " কেউ যদি মা, মেয়ে, বোন, কোন মহিলার শ্লীলতাহানি করার কথা কল্পনাও করে, যমরাজ তার জন্য পরের মোড়েই অপেক্ষা করবেন। তাকে যমরাজের কাছে পাঠানো কেউ আটকাতে পারবেন না"।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার গোরখপুরে ৩৪৩ কোটি টাকার ৭৬ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আদিত্যনাথ এই অনুষ্ঠানে তার ভাষণে মহিলাদের সুরক্ষার ওপর বিশেষ জোর দিয়েছেন। সেই সঙ্গে রাজ্যে সুষ্ঠ আইনশৃঙ্খলা গড়ার লক্ষ্যে শক্তিশালী আইনি ব্যবস্থার গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, "সমাজে মহিলাদের ওপর অন্যায় অত্যাচার অপরাধের মত ঘটনা কোন ভাবেই বরদাস্ত করা হবে না। রাজ্যে মা-বোনের শ্লীলতাহানি করার চেষ্টা করা হলেও সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। মহিলাদের উত্ত্যক্ত করার মতো অপরাধের ক্ষেত্রে 'যমরাজ' অপরাধীর জন্য পরের মোড়ে অপেক্ষা করবেন। অপরাধীকে যমরাজের কাছে পাঠানো থেকে কেউ আটকাতে পারবে না"।
আম্বেদকর নগরে শ্লীলতাহানির সময় স্কার্ফ টেনে নেওয়ার পরে বাইকের ধাক্কায় রাস্তায় পড়ে একাদশ শ্রেণির ছাত্রী মৃত্যুর ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগীর এই মন্তব্য সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। শনিবার রাতে এ ঘটনায় তিন অভুযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ দাবি করেছে যে পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টার পরে এবং পুলিশের উপর গুলি চালানোর ঘটনার জেরে রবিবার যে এনকাউন্টার হয় তাতে দুই অভিযুক্তকে গুলি করা হয়।
আম্বেদকর নগর ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে বাইকে আরোহী দুই দুষ্কৃতী এসে পিছন থেকে স্কার্ফ টেনে নিয়ে যায়। ফলে ভারসাম্য হারিয়ে ছাত্রী মাটিতে পড়ে যায় এবং পেছন থেকে আসা আরেকটি বাইক তাকে চাপা দেয়।
আম্বেদকর নগরের পুলিশ সুপার অজিত সিনহা রবিবার বলেছেন, "ঘটনাটি ঘটেছে শুক্রবার। আমরা আগেই খবর পেয়েছি যে মেয়েটি দুর্ঘটনায় মারা গিয়েছে। তবে আরও তদন্তে জানা গেছে যে দুষ্কৃতীরা পিছন থেকে তার স্কার্ফ টানার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।" তিনি বলেন, "এর পর আমরা একটি মামলা নথিভুক্ত করেছি এবং শনিবার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে ।