মনোনয়ন জমা দিলেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। সোমবার শীর্ষ বিরোধী নেতা শরদ পওয়ার, সৌগত রায়, রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিতে নিজের মনোনয়ন জমা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা।
দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে বিরোধীদের মধ্যে অনুপস্থিত ছিল কেসিআরের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। মনে করা হচ্ছিল, কেসিআর মমতার প্রার্থীকে সমর্থন করবেন না। কিন্তু এদিন যশবন্তকে সমর্থন জানিয়েছে টিআরএস। দিল্লিতে মনোনয়ন জমা দেওয়ার সময় হাজির ছিলেন তেলেঙ্গানার মন্ত্রী কে টি রামা রাও।
তবে বিরোধীদের মধ্যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এখনও কাকে সমর্থন জানাবে তা স্থির করতে পারেনি। দ্রৌপদী মুর্মু না যশবন্ত সিনহা, কাকে সমর্থন জানাবে হেমন্ত সোরেনের দল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
আরও পড়ুন ইস্তফা মুকুল রায়ের, তোলপাড়ের বছর ঘুরতেই…
এদিন রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্তের সমর্থনে মনোনয়নের সময় হাজির ছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা, ডিএমকে-র এ রাজা, ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা, আরজেডি-র মিসা ভারতী প্রমুখ।
আরও পড়ুন বিদ্রোহী মন্ত্রীদের চাপে ফেলতে আরও কৌশলী উদ্ধব, সেনার সঞ্জয়কে নোটিশ ED-র
আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। কিছুদিন আগে মনোনয়ন জমা দিয়েছেন এনডিএ শিবিরের প্রার্থী দ্রৌপদী মুর্মু। তাঁর সঙ্গে সেদিন হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-সহ গোটা এনডিএ পরিবার। সেদিন এনডিএ-র শক্তি প্রদর্শনের পাল্টা এদিন বিরোধীরাও যশবন্তের পাশে দাঁড়িয়ে শক্তি প্রদর্শন করলেন।