Advertisment

তাঁরাও আস্থা ভোট চান, জানিয়ে দিলেন ইয়েদুরাপ্পা

২২৪ সদস্যের কর্নাটক বিধানসভায় প্রবল সংকটে রয়েছে কংগ্রেস-জেডিএস জোট সরকার। লোকসভা নির্বাচনের পর ১৩ জন কংগ্রেস বিধায়ক এবং ৩ জেডিএস বিধায়ক পদত্যাগ করায় আপাতত সংখ্যালঘু হয়ে পড়েছে জোট।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal BJP Chintan Shibir Durgapur

দুর্গাপুরে বিজেপির চিন্তন শিবির।

কর্নাটকের রাজনৈতিক সংকটে নতুন মাত্রা যোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি বি এস ইয়েদুরাপ্পা। প্রথমে আস্থা ভোটের বিপক্ষে থাকলেও শনিবার প্রবীন বিজেপি নেতা জানিয়েছেন, সোমবারই তাঁরা আস্থা ভোটে অংশ নিতে প্রস্তুত। সংবাদ সংস্থা এএনআই-কে প্রাক্তন মুখ্যমন্ত্রী এদিন বলেন, আমাদের আস্থা ভোট নিয়ে কোনও সমস্যা নেই। স্পিকার চাইলে সোমবারই আস্থা ভোট হতে পারে। তিনি জানান, ক্ষমতাসীন কংগ্রেস-জেডিএস জোট ইতিমধ্যেই ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে।

Advertisment

প্রসঙ্গত, এর আগে সম্প্রতি ইয়েদুরাপ্পা জানিয়েছিলেন, আস্থা ভোট সম্পূর্ণই অর্থহীন। কারণ ইতিমধ্যেই ক্ষমতাসীন জোট বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।.

এদিন সকালে আরও ৫ বিদ্রোহী কংগ্রেস বিধায়ক সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছেন। তাঁদের অভিযোগ, স্পিকার রমেশ কুমার ইস্তফা গ্রহন করছেন না। উল্টে ইস্তফা দিলে বিধায়ক পদ খারিজ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

২২৪ সদস্যের কর্নাটক বিধানসভায় প্রবল সংকটে রয়েছে কংগ্রেস-জেডিএস জোট সরকার। লোকসভা নির্বাচনের পর ১৩ জন কংগ্রেস বিধায়ক এবং ৩ জেডিএস বিধায়ক পদত্যাগ করায় আপাতত সংখ্যালঘু হয়ে পড়েছে জোট। যদি বিদ্রোহী বিধায়কদের ইস্তফা গৃহীত হয়, তাহলে জোটের পক্ষে থাকবে ১০৫ জন বিধায়কের সমর্থন, যা বিজেপি-র ১০৫ জনের চেয়ে কম। সেই পরিস্থিতিতে আস্থা ভোটে গেরুয়া শিবির জয়ী হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Advertisment

Read the full story in English

bjp CONGRESS
Advertisment