Advertisment

Uttar Pradesh: দিল্লি সফরে শাহী সাক্ষাৎ যোগীর, ‘তিনিই থাকবেন মুখ্যমন্ত্রী’, জানালেন কেন্দ্রীয় নেতা

Uttar Pradesh: বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে যোগীর।

author-image
IE Bangla Web Desk
New Update
UP, Adityanath, Amit Shah

এদিন স্বরাষ্ট্র মন্ত্রীকে একটা বই উপহার দেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। ছবি: ট্যুইটার

Yogi Adityanath: করোনা মোকাবিলা-সহ একাধিক ইস্যুতে উত্তর প্রদেশে দলের মধ্যেই আদিত্যনাথ বিরোধী গোষ্ঠী সক্রিয় হয়েছে। ২০২২-এর বিধানসভা ভোটের আগে এই দলীয় কোন্দলকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সমঝোতার পথে হাঁটতে মোদী-শাহের দূত হিসেবে দুই কেন্দ্রীয় নেতা সম্প্রতি লখনউ গিয়ে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছেন। গেরুয়া শিবিরের তরফে একটা গুঞ্জন উঠেছিল, ভোটের আগে বদলাতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই দোলাচলের মধ্যেই বৃহস্পতিবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

Advertisment

তাঁর এই সফরকালে বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে যোগীর। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর কী কথা হয়েছে? খোলসা করেনি গেরুয়া শিবির। কিন্তু দলের তরফে ইউপির দায়িত্বপ্রাপ্ত নেতা রাধামোহন সিং বলেছেন, ‘উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রীর পদে বদলের কোনও সম্ভাবনা নেই। রাজ্য মন্ত্রিসভায় কয়েকটি মন্ত্রক ফাঁকা। কিন্তু ক্যাবিনেটে সম্প্রসারণ হবে কিনা, ঠিক করবেন মুখ্যমন্ত্রী।‘

যোগীর ৪ বছরের রাজ্যপাট নিয়ে অখুশি প্রধানমন্ত্রী। এমন একটা গুঞ্জন ঘুরছে সরযূ তীরে। সেই প্রসঙ্গে রাধামোহন সিং বলেন, ‘এই গুঞ্জনের কোনও সত্যতা নেই। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে উত্তরপ্রদেশে আদিত্যনাথজি যোগ্য ব্যক্তি।‘

এদিকে, উত্তর প্রদেশের ভোটের এক বছর আগেই কংগ্রেসে ভাঙন ধরালো বিজেপি। রেলমন্ত্রীর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখালেন রাহুল গান্ধী ক্যাম্পের অন্যতম নেতা জিতিন প্রসাদ। এআইসিসির তরফে বাংলার পর্যবেক্ষক ছিলেন তিনি।  উত্তরপ্রদেশে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা কংগ্রেসের। রাহুল গান্ধীর আরও এক ঘনিষ্ঠ নেতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক প্রাক্তন সাংসদ জিতিন প্রসাদা যোগ দিলেন বিজেপিতে। বুধবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়ালের উপস্থিতিতে পদ্মশিবিরে যোগ দিলেন তিনি।

কিন্তু বঙ্গ ভোটে তাঁর ভূমিকা নিয়ে প্রদেশ কংগ্রেসের মধ্যেই প্রশ্ন ওঠে। প্রচারের একটা বড় সময় তিনি বেপাত্তা ছিলেন। ২০১৯ সালে একবার তাঁর বিজেপিতে যাওয়ার জল্পনা তৈরি হয়। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দেন তিনি। ২০০৪ এবং ২০০৯ সালে সাহাজাহানপুর এবং দৌরাহরা লোকসভা কেন্দ্র থেকে ভোটে জেতেন জিতিন। তবে ২০১৪ সালে ভোটে হেরে যান। উল্লেখ্য, জিতিন ২৩ জন কংগ্রেস নেতার একজন যাঁরা সোনিয়া গান্ধীকে চিঠি লিখে শীর্ষ নেতৃত্বে বদলের দাবি তোলেন।

সূত্রের খবর, যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সদস্য হিসেবে তাঁকে তুলে ধরতে পারে বিজেপি। জাতপাত নির্ভর উত্তর প্রদেশের রাজনীতিতে জিতেনের শিবির বদল কংগ্রেসের কাছে বড় ধাক্কা। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

amit shah uttar pradesh yogi adityanath
Advertisment