উত্তরপ্রদেশে বসে বালুরঘাটে বক্তৃতা দিলেন যোগী আদিত্যনাথ। মমতা প্রশাসন তাঁর হেলিকপ্টার অবতরণের অনুমতি না দিলেও 'অডিও কনফারেন্সে'র মাধ্যমে তাঁর বক্তৃতা শুনতে আসা গেরুয়া জনতাকে বার্তা দিলেন যোগী আদিত্যনাথ। টেলি বার্তায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এদিনের বক্তৃতার শুরুতে যোগী বলেন, "নির্ধারিত সময়েই আসতাম। কিন্তু তৃণমূল ভয় পেয়ে আমাকে আটকেছে। গণতন্ত্র বিরোধী মমতা সরকার অরাজকতাকে প্রশ্রয় দেয় এবং দেশের নিরাপত্তার বিষয়েও উদাসীন। কিন্তু আপনারা যেভাবে এই সরকারের বিরুদ্ধে লড়ছেন, আমি তাকে সমর্থন করি এবং পাশে আছি"।
সংবাদ সংস্থা এএনআই-কে যোগী এদিন বলেন, পশ্চিমবঙ্গ বিজেপি গণতন্ত্র বাঁচাও যাত্রা নামক এক কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচিকে ব্যর্থ করতে প্রথম থেকেই কোমর বেঁধে নেমেছে সে রাজ্যের সরকার এবং শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন বালুরঘাট ও রায়গঞ্জ সভা করার কথা থাকলেও শেষ পর্যন্ত অনুমতি দেয়নি রাজ্য প্রশাসন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে গণতন্ত্র বিপন্ন। একটা সংবিধান বিরোধী সরকার চলছে। বিগত পঞ্চায়েত ভোটে রাজ্যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে বিরোধী রাজনৈতিক দলের কোনও নিরাপত্তা নেই।
লোকসভা ভোটের দিন যত এগোচ্ছে, তৃণমূল-বিজেপি দ্বৈরথ যেন ততই চরমে উঠছে। অমিত শাহের পর রবিবার তৃণমূল সরকারের 'বাধার মুখে' পড়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন রাজ্যে যোগীর সভার অনুমতি দিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, এমন অভিযোগই উঠেছে। বালুরঘাট ও রায়গঞ্জে সভা করার কথা যোগীর। কিন্তু 'কোনও কারণ ছাড়াই' হঠাৎ গোরক্ষপুরের একদা শীর্ষ এই মহন্তর সভাকে রাজ্য ছাড়পত্র দিল না বলে অভিযোগ। সংবাদসংস্থা এএনআই সূত্র এমনই খবর।
এই ঘটনার প্রেক্ষিতে মমতাকে বিঁধে যোগী আদিত্যনাথের তথ্য উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমার সংবাদসংস্থা এএনআই-কে বলেন, "যোগী আদিত্যনাথের জনপ্রিয়তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চপারকে নামতে দিলেন না।"
আরও পড়ুন, তৃণমূল এখন ট্রিপল টি-তৃণমূল তোলাবাজি ট্যাক্স: মোদী
উল্লেখ্য, কিছুদিন আগেই মালদায় সভা করতে এসে একই রকম 'বিড়ম্বনার' মুখে পড়তে হয়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে। মালদেহ শাহর কপ্টার নামতে না দেওয়ার অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। যদিও পরে এই অভিযোগ উড়িয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন, একুশে বাংলায় বিজেপি সরকার: রাজনাথ সিং
লোকসভা ভোটের আগে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে ২০০টি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়াবাহিনী। সেই সভারই অংশ হিসেবে এদিন বালুরঘাট ও রায়গঞ্জে সভা করার কথা যোগীর।
প্রসঙ্গত, লোকসভা ভোটে এবার এ বাংলাকে কার্যত পাখির চোখ করেছেন মোদী-শাহরা। উনিশের ভোটের লড়াইয়ে এ রাজ্যে ২৩টি আসনে পদ্মফুল ফোটানোর লক্ষ্য ঠিক করে দিয়েছেন খোদ বিজেপি সভাপতি। সেই লক্ষ্যপূরণ করতে ইতিমধ্যে এ রাজ্যে পা রাখতে শুরু করেছেন বিজেপির শীর্ষ নেতারা। ইতিমধ্যেই, মালদা, কাঁথিতে সভা করেছেন শাহ। শনিবার (গতকাল) ঠাকুরনগর ও দুর্গাপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেছেন মোদী। অন্যদিকে ফালাকাটার সভা থেকেও গতকাল রাজ্যের শাসক দলকে নিশানা করেন রাজনাথ সিং।
Read the full story in English