বড়সড় বিপদ এড়ালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওড়ার পরেই যোগী আদিত্যনাথের হেলিকপ্টারে আচমকা ধাক্কা দেয় একটি পাখি। এরপরই আর দেরি করেননি পাইলট। তড়িঘড়ি বারাণসীতেই জরুরি অবতরণ করানো হয় যোগীর হেলিকপ্টারের। তবে সম্পূর্ণ সুরক্ষিত আছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। তাঁর হেলিকপ্টারটি পরীক্ষা করে দেখছেন ইঞ্জিনিয়ররা।
Advertisment
জানা গিয়েছে, শনিবার বারাণসীতে গিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে দিনভর নানা কর্মসূচিতে উপস্থিত ছিলেন যোগী। এরপর রবিবার সকালে বারাণসী থেকেই হেলিকপ্টারে লখনউয়ের উদ্দেশে রওনা দেন যোগী। কিন্তু হেলিকপ্টারটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ঘটে বিপত্তি।
একটি পাখির ডানার ঝটকা লাগে কপ্টারের পাখায়। যদিও এর জেরে তেমন কোনও ত্রুটি হেলিকপ্টারে ধরা পড়েনি। তবে পাইলট নিজে কোনও ঝুঁকি নিতে চাননি। তড়িঘড়ি বারাণসীতেই হেলিকপ্টারের জরুরি অবতরণ করানো হয়।