scorecardresearch

‘আপনি কেবলমাত্র দেশের প্রধানমন্ত্রী, ভগবান নন’, রাহুল গান্ধীকে নিশানার পরই মোদীকে কটাক্ষ

ব্রিটেনে করা মন্তব্য নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মোদীর করা তীব্র কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস।

Congress reaction pm modi comment rahul gandhi, pm modi reacts rahul gandhi uk comment, pm modi rahul gandhi democracy comment, congress pawan khera, pawan khera pm modi

‘আপনি শুধু প্রধানমন্ত্রী, ভগবান নন’, রাহুল গান্ধীকে নিশানা করার পর মোদীকে মারাত্মক আক্রমণ কংগ্রেস নেতৃত্বের। গতকাল কর্ণাটক সফরে রাহুল গান্ধীর বিরুদ্ধে মোদী অভিযোগ করেন ‘দেশবাসীকে অপমান করেছেন তিনি’, ব্রিটেনে গিয়ে রাহুলের ‘ভারতচর্চাকে’ এদিন তুলোধোনা করেন প্রধানমন্ত্রী মোদী। তার পরই সামনে এসেছে কংগ্রেসের প্রতিক্রিয়া।

ব্রিটেনে করা মন্তব্য নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে করা তীব্র কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রীকে পাল্টা আঘাত করে কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়েছে, ‘কবে থেকে প্রধানমন্ত্রীর নীতির সমালোচনা দেশের সমালোচনায় পরিণত হয়েছে’? কংগ্রেস নেতা পবন খেরা মোদীকে আক্রমণ করে এক বিবৃতিতে বলেন, “”কবে থেকে আপনার নীতির সমালোচনা দেশের সমালোচনায় পরিণত হল? আপনি কেবল একজন প্রধানমন্ত্রী, আপনি দেশ নন, ঈশ্বর বা স্রষ্টাও নন,”।

পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, “আপনি (প্রধানমন্ত্রী) তিন প্রজন্মকে যখন অপমান করেন যখন আপনি বলেন গত ৭০ বছরে দেশ থেমে ছিল তাতে দেশের ভাবমূর্তি কী ক্ষুন্ন হয়নি? খেরা আরও বলেন, “আপনি যখন দেশের মিডিয়াকে ‘লাল চোখ দেখান’ এবং বিদেশি মিডিয়ার সমালোচনা কণ্ঠ রোধের চেষ্টা করেন তখন আপনি দেশের ভাবমূর্তি নিয়ে মাথা ঘামান না কেন?”

মোদী গতকাল কর্ণাটক সফরে গিয়ে বলেন, ‘ভারতীয় গণতন্ত্রের শিকড় আমাদের ইতিহাস থেকে আঁকা। বিশ্বের কোনও শক্তি আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহ্যকে নষ্ট করতে পারবে না। তবুও কিছু লোক ভারতীয় গণতন্ত্রকে বিচারের মুখে ঠেলে দিচ্ছেন। এই ধরনের লোকেরা কর্ণাটকের জনগণকে, এর ঐতিহ্যকে এবং দেশের ১৩০ কোটি নাগরিককে অপমান করছে।’ তিনি হুব্বলির শ্রী সিদ্ধরুধা স্বামী রেলওয়ে স্টেশনে বিশ্বের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম এবং অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে ধারওয়াদে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির নতুন ক্যাম্পাস উদ্বোধনের পর এই কথা বলেন।

মোদী এদিন আরও বলেন, ‘সমাজ সংস্কারক ভগবান বাসবেশ্বরের অনুভব মন্তাপের মত ঐতিহাসিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা দাবি করতে পারি যে ভারত কেবল বিশ্বের বৃহত্তম গণতন্ত্র নয়, গণতন্ত্রের জননীও।’ লন্ডনে ভগবান বাসবেশ্বরের মূর্তি উদ্বোধনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যে শহরে ভগবান বাসবেশ্বরের মূর্তি বসছে, সেখানে ভারতীয় গণতন্ত্রকে প্রশ্নচিহ্নে বিদ্ধ করা সত্যিই দুর্ভাগ্যজনক।’

ব্রিটেনের মাটিতে রাহুল বিজেপি সরকারের নীতির সমালোচনা করায়, তার জবাবে মোদী বলেন, ‘কর্ণাটকের জনগণের এই ধরনের লোকেদের সম্পর্কে সচেতন হওয়া উচিত।’ মোদী দাবি করেন, জনগণের চাহিদা অনুসারে বিজেপি সরকার তার পরিকাঠামো গড়ে তুলছে। ইউপিএ সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে তেমনটা হত না। আগে রেল এবং সড়ক প্রকল্পগুলো কেবল রাজনৈতিক সুবিধার কথা মাথায় রেখে ঘোষণা করা হত।’

মোদীর এই মন্তব্যের পরই একটি টুইটে পবন খেরা প্রশ্ন তোলেন, ‘কবে থেকে প্রধানমন্ত্রীর নীতির সমালোচনা দেশের সমালোচনায় পরিণত হল’? তিনি বলেন, আপনি কেবল একজন প্রধানমন্ত্রী, আপনি দেশও নন, ভগবান বা স্রষ্টাও নন।”

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: You are just the pm not god congress after pm modis veiled jibe at rahul gandhi