/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/rahul-gandhi1.jpg)
রাহুল গান্ধী
লকডাউনে অসহায় অবস্থার মধ্যে পড়তে হয়েছে পরিযায়ী শ্রমিকদের। কাজ নেই, হাতে টাকা নেই, জোটেনি পেটের ভাত। এই অবস্থায় বহু শ্রমিক হাজার হাজার কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরেছেন। বাড়ি ফিরতে গিয়ে পথেই মৃত্যু হয় অনেক পরিযায়ী শ্রমিকের। সোমবার সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার বলেছিলেন, লকডাউনের সময় যে পরিযায়ী শ্রমিকদের মারা যাওয়ার ব্যাপারে কোনও তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে নেই। যা ঘিরে বিতর্ক দানা বাঁধে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মন্তব্যের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই পরিযায়ী ইস্যুতে মোদী সরকারকে টুইটে কটাক্ষ করলেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেন, 'সরকার গুনতি করনি বলেই কোনও পরিয়ায়ী শ্রমিক মারা যায়নি এমনটা নয়।'
বিদেশ থেকে হিন্দিতে টুইট করে রাহুল গান্ধী বলেন, 'মোদী সরকার জানে না, লকডাউনের সময় কতজন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন। কতজন পরিয়ায়ী চাকরি হারিয়েছেন, তাও সরকার জানে না।' এরপর সরকারের উদ্দেশে তিনি লিখেছেন, 'তোমরা যদি মৃতের সংখ্যা না জানো, তার মানে কি কেউ মারা যায়নি?' প্রাক্তন কংগ্রেস সভাপতির মতে, সবচেয়ে দুঃখের কথা হল, সরকার মানুষের প্রাণহানিতে কিছু মনে করে না। সারা বিশ্ব পরিযায়ীদের মরতে দেখেছে। কিন্তু সরকার কিছু জানে না।
লকডাউন পরিস্থিতিতে রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে মহারাষ্ট্রে ট্রেনের ধাক্কায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যু বা স্পেশাল ট্রেনের ভাড় নিয়ে সরব হয়েছিলেন রাহুল। করোনা সংক্রমণ মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থতাকে নিশানা করে সোমবার টুইটে রাহুল লিখেছিলেন, 'নিজেদের জীবন নিজেরাই বাঁচান। কারণ, প্রধানমন্ত্রী ময়ূর নিয়ে ব্যস্ত।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন