/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/smrriti.jpg)
দিল্লির মসনদ থেকে বিজেপিকে সরাতে মেগা বৈঠক, 'বিহার জয়ে দেশের জয়' বিরাট বার্তা খাড়গের। এদিনের বৈঠকের আগেই এক ভাষণে বিজেপিকে ভয়ঙ্কর নিশানা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি তাঁর ভাষণে বলেন, " বিজেপি ঘৃণা, হিংসার রাজনীতি করে দেশে বিদ্বেষের বীজ বপণ করছে । অন্যদিকে আমরা দেশের মানুষের প্রতি ভালবাসা ছড়িয়ে দিতে এবং একত্রিত করতে কাজ করছি। বিরোধী দলগুলি আজ এখানে একটাই লক্ষ্যে জড়ো হয়েছে। আমরা এক সঙ্গে বিজেপিকে পরাজিত করব"।
পাশাপাশি কর্ণাটকে বিজেপির ভরাডুবির নিয়েও পদ্মশিবিরকে খোঁচা দিতে ছাড়েননি। এদিকে আজকের এই বিরোধী মেগা বৈঠককে নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি এক বিবৃতিতে বলেছেন, "আমি বিশেষ করে কংগ্রেসকে প্রকাশ্যে এটি ঘোষণা করার জন্য ধন্যবাদ জানাতে চাই যে তারা একা প্রধানমন্ত্রী মোদীকে পরাজিত করতে পারবে না এবং মোদীকে হারানোর জন্য তাদের অন্যদের সমর্থন প্রয়োজন।"কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, "এটা হাস্যকর যে কংগ্রেসের নেতৃত্বে সেই সকল নেতারা একত্রিত হবেন, যারা কংগ্রেসের আমলে দেশ জরুরি অবস্থা দেখেছিল। কংগ্রেস একা মোদীজিকে পরাজিত করতে সক্ষম নয়। তাই তারা আজ অন্যদের সমর্থন চাইছেন"। অন্যদিকে আজকের এই মেগা বৈঠককে কটাক্ষ করে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, 'জনগণ আবার মোদীকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করবে'।
#WATCH | BJP is working to spread hate, violence and break the country. We are working to spread love and unite. Opposition parties have come here today and together we will defeat BJP: Congress leader Rahul Gandhi, in Bihar's Patna pic.twitter.com/fyIQtVrtZd
— ANI (@ANI) June 23, 2023
#WATCH | "I especially thank Congress for publicly announcing that they cannot alone defeat PM Modi and that they need the support of others to do so," says Union Minister Smriti Irani on #OppositionMeeting pic.twitter.com/cxkB5mxXK4
— ANI (@ANI) June 23, 2023
২৪-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি সেরে নিতে সেই সঙ্গে বিজেপি-বিরোধী ফ্রন্ট গঠনের জন্য একটি রোডম্যাপ তৈরি করতে আজকের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে আজকের এই মেগা বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস (টিএমসি), আম আদমি পার্টি (এএপি), ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), শিবসেনা (ইউবিটি), দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), সমাজবাদী পার্টি (এসপি), ন্যাশনাল কনফারেন্স (এনসি), পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি), সিপিআই, সিপিএম, সিপিআই এমএল, জনতা দল ইউনাইটেড (জেডিইউ), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এই বৈঠকে অংশ নেবে।
কেন্দ্রের জারি করা অর্ডিন্যান্স-এর বিরোধীতায় কংগ্রেস সমর্থন না করলে AAP বিরোধীদের এই মেগা বৈঠক বয়কট করার হুমকি দিয়েছে। বৈঠকের আগে ফের প্রকাশ্যে এসে গেল আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যের দূরত্ব। কংগ্রেস কেন্দ্রীয় সরকারের আনা অধ্যাদেশের বিরোধিতায় সরব না হলে বৈঠকে যোগ দেবে না বলে জানিয়েছে আম আমি পার্টি। আগামী বছরেই লোকসভা নির্বাচন। বিজেপিকে সরানোর ডাক বিরোধী দলগুলির। আজকের বৈঠকের আগে আম আদমি পার্টি জানিয়েছে, দিল্লির আমলাদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে কেন্দ্রের আনা অধ্যাদেশের বিরোধিতায় কংগ্রেস সরব না হলে এই বৈঠকে যোগ দেবে না তারা। লোকসভা ভোটের আগে এই প্রথম বিরোধীদের সম্মিলিত বৈঠক হতে চলেছে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকে পাটনায় হতে চলেছে দেশজুড়ে বিজেপি-বিরোধী দলগুলির বৈঠক। আজ বিকেলে অনুষ্ঠিত হতে যাওয়া দুই থেকে আড়াই ঘণ্টার এই বৈঠকে অংশ নেবেন সব নেতাই। বৈঠকে নীতীশ কুমার সহ ছয় রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। বৈঠকে উপস্থিত থাকবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আসছেন। রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়্গের পরে, এনসিপি-র শরদ পাওয়ার, সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ইতিমধ্যেই পাটনায় পৌঁছেছেন। শরদ পাওয়ারের সঙ্গে পাটনায় পৌঁছেছেন সুপ্রিয়া সুলে। এদিকে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় পাটনায় নীতীশ কুমারের সঙ্গে বৈঠকের আগেই ১৫ মিনিট একান্তে এক বৈঠকে অংশ নেন। সার্কিট হাউসে এদিনের বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, " ইতিবাচক আলোচনা হয়েছে"।