scorecardresearch

আদানিকে নিয়ে করা রাহুলের ভিডিও’র ভিউ কম, ইউটিউবের কাছে ব্যাখা চাইল দল

দলের তরফে বলা হয়েছে ৪ লক্ষ ভিউ হওয়ার কথা এই ভিডিও’র হয়েছে মাত্র ২.৬ লক্ষ

Rahul Gandhi, Rahul Gandhi on Adani, Rahul Gandhi Adani video, Youtube, indian express news

আদানি ইস্যু নিয়ে উত্তাল দেশ-রাজনীতি। এর মাঝেই কংগ্রেসের তরফে ইউটিউবের বিরুদ্ধে রাহুলের আদানি সংক্রান্ত ভিডিওতে কেন ‘কম ভিউয়ারশিপ’ তার ব্যাখা চেয়ে পাঠানো হয়েছে। এই নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন দল।

ব্যবসায়ী গৌতম আদানিকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর করা ভিডিওতে দর্শক সংখ্যা কম হওয়ায় চিন্তিত দল। এই বিষয়ে কংগ্রেস ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম ইউটিউবকে একটি চিঠিও দিয়েছে বলে জানা গেছে। দলের পক্ষ থেকে এই নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে । ইউটিউবও এ বিষয়ে তদন্ত করছে বলে জানা গেছে।

মিডিয়া রিপোর্ট অনুসারে, বিষয়টি নিয়ে ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের প্রধান স্যাম পিত্রোদা ১১ই মার্চ ইউটিউবের সিইও নীল মোহনকে একটি চিঠি লিখেছেন। তিনি তার চিঠিতে দাবি করেছেন, “রাহুল গান্ধী ভারতের সংসদে এবং বিশেষ করে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে শাসক দলের সঙ্গে গৌতম আদানির বন্ধুত্বের বিষয়টি উত্থাপন করে একটি ভিডিও পোস্ট করেন। কিন্তু সেই ভিডিওটি অন্যান্য ভিডিও’ত তুলনায় অনেক কম ভিউ হয়েছে।” একই সঙ্গে বিষয়টিতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব।

তিনি আরও লিখেছেন “তার দল দেখেছে যে এই ভিডিওগুলির ভিউ সাধারণত অন্যান্য ভিডিওগুলির তুলনায় কম।” তিনি যোগ করেছেন যে রাহুলের সোশ্যাল মিডিয়া টিম বিষয়টি বিশ্লেষণ করেছে। পিত্রোদা দলের ডেটা অ্যানালিটিক্স ডিপার্টমেন্টের তৈরি একটি প্রেজেন্টেশনও ইউটিউবের কাছে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর পিত্রোদা এবং কংগ্রেসের ডেটা অ্যানালিটিক্স বিভাগের প্রধান প্রবীণ চক্রবর্তী এই বিষয়ে ইউটিউবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। দলের তরফে অ্যালগরিদম ফাংশন সংক্রান্ত ইস্যুকে সামনে আনা হয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Youtube looking into congress claim that rahul gandhis adani videos viewership suppressed