/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/wicket_759.jpg)
অভিনব ঘটনার সাক্ষী থাকল ভারত (প্রতীকী চিত্র, টুইটার)
দলের দশ ব্যাটসম্যানের পরপর স্কোরবোর্ড ০,০,০,০,০,০,০,০,০,০। চোখ কচলে দেখার কিছু নেই। একদমই ঠিক দেখছেন। এক দলের দশ ব্যাটসম্যানই খাতা খোলার আগে আউট হয়ে গেলেন। কেরলের মল্লপুরমে আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টে এমনই ঘটনা আপাতত গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছে। টুর্নামেন্টে যুব পর্যায়ে মহিলাদের ক্রিকেটে খেলা ছিল কাসাগারদ ও ওয়ানাদের। সেখানেই কাসাগারদের ১০ জন ব্যাটসম্যান আউট শূন্য রানে।
বুধবারে খেলা হচ্ছিল মাল্লাপুরমের পেরিন্থালমান্না স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কাসাগরদের অধিনায়ক আক্ষস্থা। তারপরে যে কী হতে চলেছে, সেই বিষয়ে কারোর কোনও ধারনাই ছিল না।
ব্যাটসম্যানরা রান তুলতে ব্যর্থ হলে কি হবে, ওয়ানাদ বোলাররা বোলাররা অবশ্য অতিরিক্ত চার রান দেন। সেই জন্যই শেষমেষ স্কোরবোর্ড দাঁড়ায় ৪/১০। ব্যাট করতে নেমে কাসাগারদের দুই ওপেনার বীক্ষিতা ও চৈত্রা প্রথম দু-ওভার কোনওরকমে টিকে গেলেও তৃতীয় ওভার থেকেই পতন শুরু। ওয়ানাদের অধিনায়ক নিত্যা লুর্ধ নিজের ওভারে তিন উইকেট নেন। তারপর কেবল আয়ারাম গয়ারাম।
জবাবে ব্য়াট করতে নেমে মাত্র ১ ওভারে ১০ উইকেট হাতে নিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ওয়ানাদ। ক্রিকেট বিশ্বে এমন ঘটনা সত্যিই অভিনব।
রাহুল গান্ধীর সৌজন্যে ওয়ানাদ লোকসভা কেন্দ্র এমনিতেই গোটা দেশে পরিচিত। এবার ক্রিকেটীয় কারণেওআপাতত শিরোনামে উঠে এল কেরলের এই স্থান।