cricketers death: দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী থাকল বাইশ গজ। মহারাষ্ট্রের পুনেতে ক্রিকেট ম্যাচ চলার সময়েই মৃত্যুর ঘটনা সামনে এল। ঘটনাস্থল পুনের লহেগাঁও এলাকা। শম্ভু কালিদাস খান্ডভে বন্ধু মহলে পরিচিত শৌর্য নামে।
গরমের ছুটিতে বন্ধুদের সঙ্গেই ক্রিকেট খেলছিল হতভাগ্য সেই কিশোর। সেই সময়েই ট্র্যাজেডি ছিন্নভিন্ন করে দিল সবকিছু। মে মাসের ২ তারিখে জগৎগুরু স্পোর্টস একাডেমি ময়দানে এই দুর্ঘটনা ঘটে।
কী ঘটেছিল?
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বল করছিল শৌর্য। তবে ব্যাটারের জোরালো শট সরাসরি তাঁর গোপনাঙ্গে আঘাত করে। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কিশোর সঙ্গেসঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে।
ঘটনার আকস্মিকতায় তাৎক্ষণিকভাবে বিহ্বল হয়ে যায় তাঁর বন্ধুরাও। তবে সম্বিৎ ফিরতেই তাঁর বন্ধুরা বাঁচাতে নেমে পড়ে ছোট্ট শৌর্যকে। তবে পাগলের মত প্রচেষ্টা সত্ত্বেও তাঁর জ্ঞান ফেরানো যায়নি। যা দেখে আশেপাশের ব্যক্তিরা হাসপাতালে নিয়ে যান তড়িঘড়ি করে।
তবে দ্রুত চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি শৌর্যকে। হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শৌর্য। ঘটনার ব্যাপকতার জেরে পুনে বিমানবন্দর থানার তরফে দুর্ঘটনাজনিত মৃত্যুর কারণ দেখিয়ে একটি কেস ফাইল করা হয়েছে। গোটা এলাকায় শৌর্যের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বাবা-মা এবং দাদা আপাতত ভয়াবহ ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছেন।
শৌর্যের প্রতিবেশী রামেশ্বর পাল বলেছেন, "ষষ্ঠ শ্রেণিতে পড়ত শৌর্য। খেলাধুলায় দারুণ আগ্রহ ছিল। বন্ধুবান্ধবদের বড় মহল ছিল ওঁর।" শৌর্যের কাকা বান্দু খন্ডভে বলেছেন, "আমাদের ৪০ জনের বেশি সদস্য নিয়ে যৌথ পরিবার। শৌর্যের মৃত্যুতে আমরা তরুণ এক কিশোরকে হারালাম। ওঁর কুস্তিগির হওয়ার শখ ছিল। নিয়মিত চর্চাও করত। খেলাধুলো করার সময় নিরাপত্তার বন্দোবস্ত করা যে কতটা প্রয়োজন, তা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল।"