/indian-express-bangla/media/media_files/2025/07/15/fauja-singh-2025-07-15-11-24-21.jpg)
Fauja Singh Death: ২০১১ সালে ১০০ বছর বয়সে টরন্টো ওয়াটারফ্রন্ট ম্যারাথন শেষ করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন ফৌজা সিং
PM Modi mourns Fauja Singh death: বিখ্যাত প্রবীণ ম্যারাথন রানার ফৌজা সিং (Fauja Singh) সোমবার পাঞ্জাবের জলন্ধর জেলার নিজ গ্রামে হাঁটতে বেরিয়ে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১১৪ বছর।
তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন লেখক খুশবন্ত সিং, যিনি ফৌজা সিংয়ের পরিবারের সঙ্গে কথা বলেছেন। খুশবন্ত সিং, যিনি The Turbaned Tornado নামে ফৌজা সিংয়ের জীবনী লিখেছেন, এক্স (টুইটার)-এ লিখেছেন, “আমার টারবানড টর্নেডো আর নেই। গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমার সবচেয়ে শ্রদ্ধেয় স. ফৌজা সিং আর আমাদের মধ্যে নেই। আজ বিকেল সাড়ে তিনটার দিকে জলন্ধরের বেয়াস গ্রামে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাঁকে ধাক্কা মারে। শান্তিতে বিশ্রাম নিন, প্রিয় ফৌজা।”
খুশবন্ত আরও জানান, গুরুতর আহত অবস্থায় ফৌজা সিংকে জলন্ধরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাঁকে আর বাঁচানো যায়নি।
আদমপুর থানার এসএইচও হরদীপ সিং জানান, ঘটনার পর ফৌজা সিংয়ের ছেলে পুলিশকে খবর দেন। তদন্তকারী দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে যায়। এসএইচও বলেন, “এখনও পর্যন্ত যে গাড়িটি ফৌজা সিংকে ধাক্কা মেরেছে তা শনাক্ত করা যায়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, এফআইআর দায়ের হয়েছে। তিনি ঘটনার সময় মূল রাস্তার উপর ছিলেন। খুব শিগগিরই অভিযুক্তকে খুঁজে বের করে গ্রেফতার করা হবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) প্রবীণ এই ম্যারাথন দৌড়বিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Fauja Singh Ji was extraordinary because of his unique persona and the manner in which he inspired the youth of India on a very important topic of fitness. He was an exceptional athlete with incredible determination. Pained by his passing away. My thoughts are with his family and…
— Narendra Modi (@narendramodi) July 15, 2025
পাঞ্জাবের রাজ্যপাল এবং চণ্ডীগড়ের প্রশাসক গুলাব চাঁদ কাটারিয়াও শোকবার্তা জানিয়ে এক্স-এ লিখেছেন, “প্রখ্যাত ম্যারাথন রানার এবং অদম্য মানসিকতার প্রতীক সর্দার ফৌজা সিংজির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। ১১৪ বছর বয়সেও তিনি ‘নেশা মুক্ত রঙলা পাঞ্জাব’ মিছিলে আমার সঙ্গে পা মিলিয়েছিলেন অতুলনীয় উদ্দীপনায়। তাঁর উত্তরাধিকার আমাদের মাদকমুক্ত পাঞ্জাবের স্বপ্নকে অনুপ্রাণিত করে যাবে। ওম শান্তি।”
এক দীর্ঘ বার্তায় কাটারিয়া লিখেছেন, “প্রবীণ এই কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ আমাদের আশা ও সহনশীলতার চিরন্তন প্রতীক ছিলেন। ১১৪ বছর বয়সেও তিনি তাঁর দৃঢ়তা আর অঙ্গীকার দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। গত ডিসেম্বরে তাঁর গ্রাম বেয়াস থেকে দুই দিনের ‘নেশা মুক্ত রঙলা পাঞ্জাব’ পদযাত্রায় আমি তাঁর সঙ্গে হাঁটার সৌভাগ্য পেয়েছিলাম। সেদিনও তাঁর উপস্থিতি মিছিলকে অভাবনীয় শক্তি আর উদ্দীপনা দিয়েছিল। আজ গ্রামের রাস্তার এক মর্মান্তিক দুর্ঘটনায় তাঁকে হারানোর খবর শুনে শোকাহত। তবে সুস্থ ও মাদকমুক্ত পাঞ্জাবের জন্য লড়াইরত মানুষের হৃদয়ে তাঁর স্মৃতি চিরকাল বেঁচে থাকবে। তাঁর পরিবার ও সারা বিশ্বের অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। ওম শান্তি ওম।”
বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসাও শোকজ্ঞাপন করে লিখেছেন, “ফৌজা সিংজির প্রয়াণে গভীর শোকাহত। তিনি ছিলেন অদম্য মানসিকতার, সহিষ্ণুতার এবং অনন্ত প্রেরণার প্রতীক। ১১৪ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন যে বয়স কেবল সংখ্যা আর লক্ষ্যই সবচেয়ে বড় শক্তি। তিনি শুধু দৌড়ের নয়, জীবনেরও কিংবদন্তি। শক্তিতে বিশ্রাম নিন, স্যর।”