Advertisment

Rinku Singh-t20 World Cup: বিদেশে ম্যাচ জেতানো রিঙ্কুকে কীভাবে বাদ দিল BCCI! ক্ষোভে ক্রোধে ফুঁসে কেলেঙ্কারি বাঁধালেন বিশ্বকাপজয়ী ভারতীয়

Rinku Singh dropped from team India: গতবছরই জাতীয় দলে অভিষেক হয়েছে রিঙ্কু সিংয়ের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু। তারপর থেকে ১৫টা ম্যাচ খেলেছেন কেকেআরের এই ক্রিকেটার। ১১ ইনিংসে স্ট্রাইক রেট ১৭৬.২৪।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rinku Singh, Jay Shah

Rinku Singh-Jay Shah: এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৯ জুন আছে পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ। এরপর আমেরিকার বিরুদ্ধে ১২ জুন। কানাডার বিরুদ্ধে ১৫ জুন ম্যাচ। (ছবি- টুইটার)

Team India t20 World Cup squad: বিদেশে ম্যাচ জেতানো রিঙ্কুকে কীভাবে বাদ দিল BCCI! ক্ষোভে ক্রোধে ফুঁসে কেলেঙ্কারি বাঁধালেন বিশ্বকাপজয়ী ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। ১৯৮৩ সালের একদিনের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য শ্রীকান্ত জানিয়েছেন, রিঙ্কু সিংকে ভারতীয় দলে অবশ্যই রাখা উচিত ছিল। কিন্তু, সেটা না হওয়ায় তিনি জাতীয় নির্বাচকদের একহাত নিয়েছেন।

Advertisment

গতবছরই জাতীয় দলে অভিষেক হয়েছে রিঙ্কু সিংয়ের। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু। তারপর থেকে ১৫টা ম্যাচ খেলেছেন কেকেআরের এই ক্রিকেটার। ১১ ইনিংসে স্ট্রাইক রেট ১৭৬.২৪। সেই রিঙ্কু টি-২০ বিশ্বকাপ দল থেকে বাদ পড়ায় রীতিমতো ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটাররা। শুরুতেই কড়া ভাষায় রিঙ্কুর বাদ পড়ার নিন্দা করেছেন ইরফান পাঠান। তারপর মুখ খুলেছেন মাত্র কয়েকমাস আগে ক্রিকেটের ব্যাট, গ্লাভস তুলে রাখা অম্বাতি রায়ড়ু। আর, তারই মধ্যে সরব হয়েছেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার তথা প্রাক্তন নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

নির্বাচকরা এবারের আইপিএলের পারফরম্যান্স দেখে রিংকুর বদলে যশস্বী জয়সওয়ালকে নিয়েছেন। কিন্তু, প্রাক্তন ক্রিকেটাররা এই নির্বাচক কমিটিকে মনে করিয়ে দিতে চেয়েছেন, রিংকু টি-২০ ক্রিকেটে ফিনিশার হিসেবে খেলেন। তিনি ১৫টা ম্যাচে দলে ছিলেন। ১১টা ইনিংসে নামার সুযোগ পেয়েছেন। আর, তাতেই রানের পরিমাণ ৩৫৬। স্ট্রাইক রেট ১৭৬.২৪।

রিঙ্কু শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন এবছরের জানুয়ারিতে, আফগানিস্তানের বিরুদ্ধে। এবারের টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৯ জুন আছে পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ। এরপর আমেরিকার বিরুদ্ধে ১২ জুন। কানাডার বিরুদ্ধে ১৫ জুন ম্যাচ। সেসব নিয়েই বলতে গিয়ে শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, রিঙ্কু এখনও পর্যন্ত যতগুলো টি-২০ ম্যাচ খেলেছেন, তার অনেকগুলোতেই অপরাজিত ছিলেন। এবছর আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজেও তৃতীয় ম্যাচে অপরাজিত ৬৯ করেছেন। আর, সেই রিঙ্কুকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করতে গিয়ে শ্রীকান্ত 'রাবিশ' ছাড়া অন্য কোনও শব্দ খুঁজে পাননি।

প্রাক্তন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের কথায়, 'ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছে। সেই ম্যাচটার কথা মনে করুন, যেখানে ভারত ৪ উইকেটে ২২। সেখান থেকে ভারত ২১২ রান করেছিল। রিংকু সেই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। দেশের জন্য খেলার সময় ও নিজের সবকিছু দিয়ে দেয়। নির্বাচকদের সিদ্ধান্তে আমি একদমই খুশি নই। রিংকু সিংয়ের কথা এখন গোটা বিশ্ব বলছে। যে কয়েকটা সুযোগ পেয়েছে, সবকটাই কাজে লাগিয়েছে। কীভাবে আপনারা রিঙ্কু সিংকে বাদ দিতে পারেন? আপনারা অন্য কাউকে বাদ দিলে অসুবিধা ছিল না।'

আরও পড়ুন- স্বজনপোষনের জন্যই বিশ্বকাপ থেকে বাদ রিঙ্কু! নির্বাচকদের দিকে বোমা ফাটালেন এবার টিম ইন্ডিয়া সুপারস্টার

রিংকুর সুযোগ পাওয়া নিয়ে দল নির্বাচনের আগে প্রায় গোটা ভারতই নিশ্চিত ছিল। কিন্তু, শেষ পর্যন্ত দেখা গিয়েছে, আনফিট হার্দিক পান্ডিয়া, শিবম দুবেরা পর্যন্ত জাতীয় দলে সুযোগ পেয়ে গিয়েছেন। আর, রিঙ্কু ১৫ জনের স্কোয়াড থেকে বাদই পড়ে গিয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশ্ন, এই স্কোয়াডে চার জন স্পিনার রাখার কারণটা কী? দলে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব- এই চার স্পিনারকে রাখা হয়েছে। তার মধ্যে চাহাল এবারের আইপিএলে ভালো কিছু করে দেখাতে পারেননি। আর, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার পিচও যে স্পিন সহায়ক হবে, তারও কোনও গ্যারান্টি নেই। চার স্পিনার না নিয়ে, সেই জায়গায় রিঙ্কু সিং এবং ঋতুরাজ গায়কোয়াড়কে ঢোকানো যেত না? সেই প্রশ্নই তুলেছেন শ্রীকান্ত।

T20 World Cup Rinku Singh T20 Worldcup BCCI
Advertisment