Advertisment

আরও বিপাকে বিজভূষণ, কুস্তিগীরদের অভিযোগকেই মান্যতা

তদন্তে এখনও পর্যন্ত চারটি রাজ্যের ১২৫ জনের বয়ান রেকর্ড করা হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Brij Bhushan Sharan Singh, Brij Bhushan sexual harassment, Brij Bhushan police complaint, women wrestlers, BJP MP, Wrestling Federation of India, WFI president, Wrestling News, Sports News, Indian Express

২আন্তর্জাতিক কুস্তিগীর,১ রেফারি এবং একজন কোচ ব্রিজভূষণের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। কুস্তিগীরদের অভিযোগকেই মান্যতা দিয়েছেন তারা সকলেই। দিল্লি পুলিশ ইতিমধ্যেই তাদের বয়ান আদালতে পেশ করেছে। জানা গিয়েছে যৌন হেনস্থার ঘটনার অভিযোগে ইতিমধ্যে সিট ২ বার ব্রিজভূষণকে জেরা করেছে।

Advertisment

একজন অলিম্পিয়ান, এক কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী কুস্তিগীর, একজন আন্তর্জাতিক রেফারি এবং রাজ্যস্তরের একজন কোচ ব্রিজভূষণের বিরুদ্ধে তিন মহিলা কুস্তিগীরকে যৌন হেনস্থার ঘটনায় সাক্ষী দিয়েছেন। এবং কুস্তিগীরদের বয়ানকে পূর্ণ সমর্থন করেছেন। দিল্লি পুলিশ ব্রিজ ভূষণের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের তদন্তে এখনও পর্যন্ত চারটি রাজ্যের ১২৫ জনের বয়ান রেকর্ড করেছে।

গতকাল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পারে, ২৮এপ্রিল দায়ের করা দুটি এফআইআর অনুসারে যৌন হেনস্থার ১৫টি ও গোপনীয় স্থানে ইচ্ছাকৃতভাবে স্পর্শের ১০টি অভিযোগ করা হয়েছে। এই চার সাক্ষীর সাক্ষ্যের বিষয়ে জানতে চাওয়া হলে দিল্লি পুলিশের আধিকারিক সুমন নালওয়া জানান, ‘তদন্ত চলছে। যেহেতু এটি একটি বিচারাধীন বিষয় তাই এই বিষয়ে কোন প্রকার মন্তব্য করা যাবে না, আদালতে দিল্লি পুলিশে তরফে এক রিপোর্ট পেশ করা হয়েছে’।  

এদিকে বয়ান প্রসঙ্গে রাজ্যস্তরের ওই কোচ জানিয়েছেন, “ঘটনার মাত্র ৬ ঘন্টার মধ্যে ওই কুস্তিগীর আমাকে ফোন করেন, ব্রিজভূষণে কীর্তির কথা আমাকে জানান’ । পাশাপাশি ২ ২আন্তর্জাতিক কুস্তিগীর ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার ঘটনায় প্রতিবাদরত কুস্তিগীরদের সর্মথন করেছেন। তারা জানিয়েছেন যৌন হয়রানির একমাস পর তাদের গোটা বিষয় সম্পর্কে জানানো হয়।

দিল্লি পুলিশ বক্সার মেরি কমের নেতৃত্বে সরকার নিযুক্ত তদন্ত কমিটির রিপোর্টও ইতিমধ্যে আদালতে জমা দিয়েছে। সূত্রের খবর ব্রিজ ভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে সিট হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও কর্ণাটক সফর করে ১৫৮ জনের একটি তালিকা তৈরি করেছেন। যাদের মধ্যে থেকে ১২৫ জনের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করা হয়েছে। তাদের মধ্য চারজন তাদের বয়ানে মহিলা কুস্তিগীরদের ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার ঘটনার সমর্থনে নিজেদের মত প্রকাশ করেছেন।

Brij Bhushan Sharan Singh
Advertisment