১৭ তম লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য় দেশবাসীকে উৎসাহিত করছেন ভারতের স্পোর্টসস্টাররা। ভারতীয় দলের প্রাক্তন কিংবদন্তি ও অধুনা জুনিয়র দলের কোচ রাহুল দ্রাবিড় এবছর ইলেকশন অ্যাম্বাসডর হিসেবে নিযুক্ত হয়েছেন। নির্বাচন কমিশন টিম ইন্ডিয়ার টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারাকেও এই একই কাজে নিয়োগ করেছে।
ভোট দিয়ে বেরিয়ে আসছেন চেতেশ্বর পূজারা (এক্সপ্রেস ফটো-অশ্বিন সাধু)
আরও পড়ুন: পূজারার বেতন বাড়ানো নিয়ে উঠছে প্রশ্ন, কিন্তু কেন!
মঙ্গলবার সকালে পূজারা তাঁর বাবা অরবিন্দ পূজারা এবং স্ত্রী পূজা পুজারার সঙ্গে রাজকোটের মাধাপর বুথে ভোট দিয়ে এলেন। ভোট দেওয়ার পর তিনি টুইটারে বাবা ও স্ত্রী-র সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন, "পরিবারের সঙ্গে ভোট দিয়ে আসলাম। আমি সকলকে বলব দায়িত্বশীল নাগরিক হিসেবে গণতান্ত্রিক দেশে আপনিও ভোট দিন। দেশের ভবিষ্য়ৎ আপনার আঙুলের ডগায়।" এর আগে জ্বালা গুট্টা, রোহন বোপান্না ও অনিল কুম্বলেও ভোট দিয়ে টুইটারে ছবি পোস্ট করেছিলেন।
পূজারা আপাতত জাতীয় কর্তব্য থেকে দূরেই রয়েছেন। দেশের জার্সিতে শুধুমাত্র ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটেই তাঁকে পাওয়া যায়। আইপিএলেও খেলেন না তিনি। ভারত বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট খেলতে যাবে। সম্ভবত তখন ফের পূজারাকে দেখা যাবে ভারতের হয়ে খেলতে।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে ইতিহাস লিখেছিল ভারত। বিরাট কোহলির দলের হয়ে অনন্য ক্রিকেট উপহার দেন পূজারা। তিনটে সেঞ্চুরির সৌজন্যে সাত ইনিংস মিলিয়ে তাঁর ঝুলিতে এসেছিল ৫২১ রান। তিনিই ছিলেন সিরিজের সর্বোচ্চ স্কোরার।