/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/LOGO-LEAD.jpg)
২০২০ খেলার ক্য়ালেন্ডার: অলিম্পিক থেকে ইউরো, কোপা থেকে টি-২০ বিশ্বকাপ
নতুন বছরটা স্পোর্টস লাভার্সদের কাছে দুর্দান্ত হতে চলেছে। অনবদ্য় সব ইভেন্ট দিয়ে সাজানো বছর ২০২০। ক্রিকেট ও ফুটবল ফ্য়ানেদের প্রতীক্ষারও হবে অবসান। অলিম্পিক থেকে শুরু টি-২০ বিশ্বকাপ, ইউরো কাপ ও কোপা আমেরিকাও। এই প্রতিবেদনে রইল কবে থেকে আর কোথায় স্পোর্টিংয়ের এই দুর্দান্ত ইভেন্টগুলি।
শীতকালীন যুব অলিম্পিক (৯-২২ জানুয়ারি)
সুইজারল্য়ান্ডের লসানেতে বসছে ২০২০ শীতকালীন যুব অলিম্পিক। ৭৩ টি দেশের ১৫-১৮ বছর বয়সী অ্যাথলিটরা অংশ নেবে বিশ্ব মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য়। এই মাল্টি স্পোর্ট ইভেন্টে ৮টি স্পোর্টস ও ১৬টি ডিসিপ্লিনের ৮১টি ইভেন্ট রয়েছে।
স্কি মাউন্টেনারিং ও মেয়েদের নর্ডিক কম্বাইন্ড এই প্রথমবার একসঙ্গে অলিম্পিকে থাকছে। মিক্সড-এনওসি থ্রি-অন-থ্রি আইস হকি টুর্নামেন্ট ও লুগে মহিলাদের ডাবল ইভেন্টও এই প্রথম। আলবেনিয়া, আজারবাইজান, ইকুয়েডর, হাইতি, কোসোভো, উত্তর কোরিয়া, কাতার, সিঙ্গাপুর, থাইল্য়ান্ড, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, তুর্কমেনিস্তান এই প্রথমবারের জন্য় এই ইভেন্টে অংশ নিচ্ছে।
আরও পড়ুন-India tour of New Zealand 2020: জেনে নিন পূর্ণাঙ্গ সূচি, ভারতীয় সময় কখন দেখবেন ম্যাচ?
মেয়েদের টি-২০ বিশ্বকাপ (২১ ফেব্রুয়ারি-৮ মার্চ)
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। ২০০৯ সালে প্রথমবার ইংল্য়ান্ডে এই ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল। ১০ দলীয় লড়াইতে সর্বোচ্চবার (৪) এবং গতবারের চ্য়াম্পিয়ন অস্ট্রেলিয়া।
টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান ও উইকেট রয়েছে দুই অজি ক্রিকেটারেরই। সুজি বেটস এখন সর্বোচ্চ রান সংগ্রাহক। ৮৮১ রান করেছেন তিনি। এলিস পেরি নিয়েছেন সর্বাধিক ৩৬টি উইকেট।
চ্য়াম্পিয়ন্স লিগ ফাইনাল (৩০ মে)
চ্য়াম্পিয়ন্স লিগে গ্রুপ লিগের খেলা এখন শেষ। এবার লড়াইয় শেষ ষোলোর। সেখান থেকে সেরা আট। রোড টু ইস্তানবুলে যাওয়ার লড়াই। আগামী ৩০ মে ইস্তানবুলের আটাটার্ক স্টেডিয়ামে জানা যাবে কে হবে ইউরোপের সেরা ফুটবল ক্লাব। গতবারের চ্য়াম্পিয়ন লিভারপুল প্রি-কোয়ার্টারে খেলবে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। অন্য়দিকে টুর্নামেন্টের সর্বোচ্চ ১৩ বারের চ্য়াম্পিয়ন রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ম্য়াঞ্চেস্টাকর সিটির।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/euro.jpg)
ইউরো কাপ (১২ জুন-১২ জুলাই)
আরও পড়ুন-শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত কবে আর কোথায় খেলবে? দেখে নিন সূচি
ফুটবল বিশ্বকাপের পর এই ইভেন্টের দিকেই চোখ থাকে আপামোর ফুটবল বিশ্বের। ইউরোপের ১২টি দেশ জুড়ে চলবে ফুটবলের এই দুর্দান্ত ইভেন্ট। এবার ইউরো কাপের ৬০ বছর। গোটা ইউরোপ জুড়েই চলছে এই টুর্নামেন্ট। গতবার প্রথমবারের জন্য় চ্য়াম্পিয়ন হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।
চলতি মাসের শুরুর দিকে ইউরোর গ্রুপ বিন্যাশ হয়ে গিয়েছে ২৪টি দেশকে মোট ছটি গ্রুপে ভাগ করা হয়েছে। তবে এই গ্রুপের মধ্য়ে সবার নজরে গ্রুপ এফ। অত্য়ন্ত কঠিন হতে চলেছে এই গ্রুপের প্রতিযোগিতা। গতবারের চ্য়াম্পিয়ন পর্তুগালের সঙ্গে থাকছে বিশ্বচ্য়াম্পিয়ন ফ্রান্স। রয়েছে দুর্ধর্ষ জার্মানিও।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/copa.jpg)
কোপা আমেরিকা (১২ জুন-১২ জুলাই)
কোপা আমেরিকার ৪৭ তম সংস্করণ যৌথ ভাবে অনুষ্ঠিত হবে আর্জেন্তিনা ও ব্রাজিলে। ১৯৮৩-র পর এই প্রথম একাধিক দেশে হচ্ছে কোপার ইভেন্ট। ইউরোপবাসী যখন ইউরােতে মাতবে ঠিক তখনই লাতিন আমেরিকায় চলবে তাদের সেরা ফুটবল ফেস্টিভাল। মারাকানায় ৩-১ গোলে পেরুকে হারিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ নবমবারের জন্য় চ্য়াম্পিয়ন হয় ব্রাজিল। এক যুগ পর কোপার শিরোপা উঠেছিল ব্রাজিলের মাথায়।
পুরুষদের টি-২০ বিশ্বকাপ (১৮ অক্টোবর-১৫ নভেম্বর)
চলতি বছর মহিলা ও পুরুষদের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে একই বছরে ও একই দেশে। ভারতের ক্রিকেট ফ্য়ানেরা মুখিয়ে রয়েছেন এই ইভেন্টের জন্য়। বিরাট কোহলির হাতে টি-২০ বিশ্বকাপ দেখার স্বপ্নে বিভোর দেশবাসী। গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের দিকে থাকবে আলাদা নজর।
(প্রতিবেদনের অলঙ্করণগুলি অভিজিত বিশ্বাসের)
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us