রাহানের সেঞ্চুরিতে মুখ খুললেন কোহলি, বিরাটকে খোঁচা কাইফের

দিনের শেষে রাহানে অপরাজিত ১০৪ রানে। কেরিয়ারের ১২তম শতরান করার পথে নিজের ইনিংসে এখনো পর্যন্ত ১২টি বাউন্ডারি হাঁকিয়েছেন।

দিনের শেষে রাহানে অপরাজিত ১০৪ রানে। কেরিয়ারের ১২তম শতরান করার পথে নিজের ইনিংসে এখনো পর্যন্ত ১২টি বাউন্ডারি হাঁকিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না কোহলিও। পিতা হওয়ার অপেক্ষা নিয়ে দেশে ফিরে এসেছেন চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলেই। তাঁর অনুপস্থিতিতেই মেলবোর্ন শাসন করে নায়ক রাহানে।

Advertisment

কোহলি চলে যাওয়ার পর কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলেন। আর দায়িত্ব নিয়েই ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্যা ফ্রন্ট। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত অস্ট্রেলিয়ার ১৯৫ রান পেরিয়ে ইতিমধ্যেই ৮২ রানের লিড নিয়ে ফেলেছে। স্কোরবোর্ডে ভারত ২৭৭/৫। রাহানের মতই হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছেন জাদেজা (৪০ ব্যাটিং)। দুজনে ষষ্ঠ উইকেটে ১০৪ রানের পার্টনারশিপ গড়ে টানছেন দলকে।

আরো পড়ুন: দেখিয়ে দিলেন রাহানে! সেঞ্চুরি করে জয়ের চৌকাঠে পৌঁছে দিলেন দেশকে

আর রাহানের ক্ল্যাসিক ইনিংস দেখে কোহলির টুইট, "আমাদের আরো একটা দিন ভালো গেল। প্রপার টেস্ট ক্রিকেটের নমুনা দেখা গেল। জিংকসের (রাহানে) ইনিংসটা একদম টপ লেভেলের।"

Advertisment

রাহানে এখনো পর্যন্ত ২০০ বল খেলে ১০৪ রানে অপরাজিত রয়েছেন। এই কীর্তির সঙ্গেই বিরল নজির গড়ে ফেললেন তিনি। অস্ট্রেলিয়ায় দায়িত্ব নেওয়ার পরের টেস্টে দ্বিতীয় ভারত অধিনায়ক হিসাবে সেঞ্চুরি করলেন তিনি। সবথেকে বড় কথা ৬৪/৩ থেকে ভারত যে দ্বিতীয় দিনের শেষে টেস্ট জয়ের স্বপ্ন দেখছে, তা পুরোটাই রাহানের কৃতিত্ব।

তাই শুধু বিরাট কোহলি নয়, গোটা ভারতীয় ক্রিকেট মহলই কুর্নিশ করছে। যুবরাজ, পাঠান, শেওয়াগ, কাইফ- কে রাহানের ইনিংসের মুগ্ধ নন! কাইফ কোহলিকে হালকা খোঁচা দিয়ে বলে দিলেন, "টেস্ট ম্যাচ হল পুরোটাই নিজের অহংকে বিসর্জন দেওয়ার। প্রথম দুই সেশনে একদম নিজের উপস্থিতি জানান না দেওয়া। আর ফাইনাল সেশনে নিজের জাত চেনানো। পুরোপুরি মুম্বই ইস্টাইলের টেস্ট ব্যাটিং। অধিনায়কের একদম সেরা ইনিংস। কুডোস।"

যুবরাজও নিজের টুইটে রাহানের ব্যাটিংয়ের পাশাপাশি প্রশংসা করেছেন নেতৃত্বের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI