Advertisment

Kolkata chess player Anish Sarkar: মাত্র ৩ বছরেই বিশ্বরেকর্ড কলকাতা খুদের! বিশ্বের শ্রেষ্ঠ তারকা হিসাবে দাবায় নজির বাঙালি পুঁচকের

Youngest ever chess player: ১৫৫৫ ফিডে রেটিং পেয়ে অনীশ সরকার নতুন ইতিহাস গড়েছে। ভেঙে দিয়েছে এর আগের সর্বকনিষ্ট দাবাড়ুর রেকর্ড গড়া তেজস তিওয়ারির।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Anish Sarkar Chess

Kolkata chess player Anish Sarkar: কলকাতার বিস্ময় দাবাড়ু আনিশ সরকার (চেস বেস ইন্ডিয়া ভিডিও স্ক্রিনগ্র্যাব)

Anish Sarkar becomes Youngest ever chess player: শুক্রবার ইতিহাস গড়ে ফেলল কলকাতার ৩ বছর ৮ মাসের দাবাড়ু। অনীশ সরকার দাবার ইতিহাসে সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে নিজের নাম নথিভুক্ত করে ফেলল।

Advertisment

২০২১-এর ২৬ জানুয়ারি জন্ম। মাত্র এক বছর আগে দাবার সঙ্গে পরিচয় ঘটে। প্রতিদ্বন্দিতামূলক দাবার বোর্ডে অভিষেক গত অক্টোবরে, পশ্চিমবঙ্গ রাজ্য দাবা ওপেন অনুর্ধ্ব-৯'এ। ৮ পয়েন্টের মধ্যে ৫.৫ স্কোর করে ২৪ তম স্থান অর্জন করে অনীশ। নথিভুক্ত দুই দাবাড়ুকে হারিয়েও দেয় সে।

এক প্রদর্শনী ম্যাচে ভারতের ১ নম্বর এবং বিশ্বের ৪ নম্বর গ্র্যান্ডমাস্টার অর্জুন ইরিগাইসের মুখোমুখিও হয়েছিল অনীশ। এর ঠিক সপ্তাহ পরে অনীশ অংশ নেয় রাজ্য দাবার অনুর্ধ্ব-১৩ দাবা প্রতিযোগিতাতেও। নিয়ম অনুযায়ী ফিডে তালিকাভুক্ত হওয়ার জন্য নথিভুক্ত পাঁচ দাবাড়ুর প্রতিদ্বন্দিতা করতে হয়।

সেই যোগ্যতামান পেরোনোর পরেই অনীশের ফিডে রেটিং দাঁড়ায় ১৫৫৫। সর্বকনিষ্ট গ্র্যান্ডমাস্টার হওয়ার কীর্তিতে অনীশ আপাতত পেরিয়ে গেলেন পাঁচ বছরে ফিডে রেটেড প্লেয়ার হওয়া তেজস তিওয়ারিকে। যে আবার ভারতের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার। এমনটাই সংবাদসংস্থাকে জানিয়েছেন, অনীশের কোচ প্রাক্তন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া।

দিব্যেন্দু বড়ুয়া বলেছেন, "অনীশের অবশ্যই প্রতিভা রয়েছে। তবে ওঁকে অনেক পথ যেতে হবে। ওঁকে আমরা স্পেশ্যাল গ্রুপে রেখেছি। যেখানে ও ৭-৮ ঘন্টা অনুশীলন করে।"

অনীশের মা যদিও বলেছেন তাঁদের দাবা নিয়ে নূন্যতম জ্ঞানও নেই। "ওঁকে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখাতাম। পেপ্পা পিগ-এর মত কার্টুনও চালিয়ে দিতাম। তবে ও দাবার ভিডিও পছন্দ করত।" বলেছেন অনীশের মা।

তাঁর আরও সংযোজন, "জানুয়ারি নাগাদ ওঁর উৎসাহ বেশ বেড়ে গিয়েছিল। ঘন্টার পর ঘন্টা ও দাবার ভিডিও দেখত। ওঁকে দাবার বোর্ড, ঘুঁটি কিনে দিই। খুঁটিনাটি বুঝতে না পারলেও এটা আমাদের কাছে নিরাপদ মনে হয়েছিল। সংখ্যা এবং হিসেব ওঁর পছন্দের হওয়ায় দ্রুতই ও দাবা রপ্ত করে ফেলে। তারপরেই ওঁকে আমরা দিব্যেন্দু স্যারের তত্ত্বাবধানে ছেড়ে দিই।"

READ THE FULL ARTICLE IN ENGLISH

Sports Others chess Sports Others
Advertisment