আগামী ১৬ জুনের দিকে তাকিয়ে আপামর ক্রিকেট ফ্যানেরা। ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণ। বিশ্বকাপে বাইশ গজের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। পুলওয়ামায়া সন্ত্রাস হামলার পর এই ম্যাচ হওয়া নিয়ে সংশয় দানা বেঁধেছে।
সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও হরভজন সিংয়ের মতো প্রাক্তন ক্রিকেটাররা ইতিমধ্যেই বলেছেন যে, পাকিস্তানকে বিশ্বকাপে বয়কট করুক ভারত। অন্যদিকে চেতন চৌহান আরও একধাপ এগিয়ে বলেছেন, ভারত আইসিসি-র ওপর চাপ তৈরি করক বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার হুুঁশিয়ারি দিয়ে। এমনকি ভারত সরকারের অনুমোদন না-পেলে বিসিসিআইও পাকিস্তানের সঙ্গে খেলবে না বলেই খবর। যদিও আইসিসি জানিয়েছে যে, ভারত-পাক ম্যাচ না-হওয়ার কোনও ইঙ্গিত নেই তাদের কাছে। পুরো পরিস্থিতির ওপর তারা নজর রাখছে।
আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে কী বলছে আইসিসি?
এসবের মাঝেই বিশ্বকাপের টুর্নামেন্ট ডিরেক্টর স্টিভ এলওয়ার্থি জানিয়েছেন যে, ভারত-পাকিস্তান ম্যাচই বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ। এই ম্যাচকে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট বলেও আখ্যা দিয়েছেন তিনি। বিশ্বকাপের ১০০দিন কাউন্টডাউন উপলক্ষ্যে লন্ডনে হাজির ছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্টবোলার ইএসপিএনক্রিকইনফোকে সাক্ষাৎকার দিয়েছেন। এক চমকপ্রদ তথ্য দিলেন তিনি। এলওয়ার্থি বললেন, "ওল্ড ট্র্যাফোর্ডে ২৫ হাজার দর্শক বসতে পারে। অথচ টিকিটের জন্য চার লাখ আবেদন জমা পড়েছে। সংখ্যাই বলে দিচ্ছে এই ম্য়াচ নিয়ে কোন পর্যায়ে উত্তেজনার পারদ চড়েছে। সংখ্যাটা শুধু স্থানীয় নয়, বিশ্বব্যপী।"
এরসঙ্গে এলওয়ার্থি এও বলছেন যে, সংখ্যার বিচারে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটের জন্য ২ লক্ষ ৩০ হাজার থেকে ২ লক্ষ ৪০ হাজার টিকিটের আবেদন জমা পড়েছে। বিশ্বকাপ ফাইনালের জন্য আবেদন করেছেন ২ লক্ষ ৭০ হাজার মানুষ। তিনি এও বলছেন যদি ভারত-পাকিস্তান বিশ্বকাপ ফাইনাল খেলে তাহলে সংখ্যাটা কোথায় যাবে তা এখনই টের পাওয়া যাচ্ছে।