Advertisment

ICC Cricket World Cup 2019: ব্রিটিশ তল্লাটে ঝড় তুলেছেন এই ৫ সুন্দরী

বিশ্বকাপ মানে শুধুই ক্রিকেটের মহোৎসব নয়। বাইশ গজের সবচেয়ে বড় ইভেন্টের সঙ্গে জড়িয়ে রয়েছে গ্ল্য়ামার ফ্যাক্টরটাও। এবার সেই বিশেষ উপাদান যোগ করার কাজটা সামলাচ্ছেন পাঁচ সুন্দরী সঞ্চালিকা।

author-image
IE Bangla Web Desk
New Update
5 Female presenters in World Cup 2019

বিশ্বকাপ মানে শুধুই ক্রিকেটের মহোৎসব নয়। বাইশ গজের সবচেয়ে বড় ইভেন্টের সঙ্গে জড়িয়ে রয়েছে গ্ল্য়ামার ফ্যাক্টরটাও। এবার সেই বিশেষ উপাদান যোগ করার কাজটা সামলাচ্ছেন পাঁচ সুন্দরী সঞ্চালিকা।

বিশ্বকাপ মানে শুধুই ক্রিকেটের মহোৎসব নয়। বাইশ গজের সবচেয়ে বড় ইভেন্টের সঙ্গে জড়িয়ে রয়েছে গ্ল্য়ামার ফ্যাক্টরটাও। এবার সেই বিশেষ উপাদান যোগ করার কাজটা সামলাচ্ছেন পাঁচ সুন্দরী সঞ্চালিকা।

Advertisment

সম্প্রচারকারী চ্যানেল হোক কিম্বা সোশাল মিডিয়া। টুইটার থেকে ইনস্টাগ্রাম হয়ে তাঁদের বিচরণ সর্বত্র। ব্যাট-বলের মহারণে তাঁরাও প্রত্যেকেই স্টার। ফ্যানেদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন তাঁদের চলনে-বলনে। কথা বলার স্টাইল থেকে ড্রেসিং সেন্স। সঞ্চালনা বিষয়টাকে নিয়ে গিয়েছেন অন্য পর্যায়। এই প্রতিবেদনে ইংল্যান্ড বিশ্বকাপের পাঁচ সুন্দরীর কথাই বলা হল। যাঁরা ঝড় তুলে দিয়েছেন ইতিমধ্য়ে।

মায়ান্তি ল্যাঙ্গার: মায়ান্তির আলাদা করে আর পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। ভারতীয় স্পোর্টস অ্যাঙ্কারিংয়ের এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন ক্রিকেটার স্টুয়ার্ট বিনির স্ত্রী। দেশের প্রথম সারির মহিলা অ্যাঙ্কারদেরই একজন মায়ান্তি। স্টার নেটওয়ার্কের সঙ্গে বহু বছর ধরে যুক্ত তিনি। ২০১১ ফিফা বিশ্বকাপের হাত ধরে ফুটবলে নিজের জাত চেনান এই কন্যা। এরপর ২০১১ ক্রিকেট বিশ্বকাপ থেকেই ক্রিকেটে ফোকাস করেন মায়ান্তি। এমনকী ২০১৫ বিশ্বকাপেও দর্শদকের মনে ঝড় তুলে দিয়েছিলেন তিনি। চলতি টুর্নামেন্টে অফিসিয়াল সম্প্রচারক স্টারের প্যানেলে রয়েছেন মায়ান্তি। মূলত ভারতের ম্যাচগুলি কভার করবেন তিনি।

আরও পড়ুন:  “সরফরাজের মতো মোটা আর আনফিট ক্যাপ্টেন দেখিনি, ওর পেট বেরিয়ে আসছে,” তোপ শোয়েবের

পেয়া জান্নাতুল:  পদ্মাপারের দেশের কন্যা পেয়া। ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব জিতে নিয়েছিলেন জান্নাতুল ফিরদৌস পেয়া। পেয়া নামেই ওপার বাংলায় পরিচিত তিনি। ২০০৮ থেকে মডেলিং করছেন পেয়া। পেশায় তিনি আইনজীবী। ২০১৩ সালে মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল খেতাবে ভূষিত হন তিনি। বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে ভোগ ইন্ডিয়ার কভার গার্ল হন পেয়া। একাধিক ছবিতেও অভিনয় করেছেন তিনি। আশ্রয়হীন মানুষদের জন্য় 'উই ফাউন্ডেশন' বলে একটি সংগঠনও চালান পেয়া। অতীতে বাংলাদেশ প্রিমিয়র লিগেও কাজ করেছে পেয়া। ওদেশের ক্রিকেট মহলে নিজের পরিচয় করে নেওয়ার পর ওদেশের স্থানীয় চ্যানেলের হয়ে বিশ্বকাপ কভার করতে এসেছেন।

View this post on Instagram

Libras hate texting you first, it makes them feel like they're annoying you. Courtesy: raf #peyajannatul

A post shared by PEYA (@peya_jannatul) on


জয়নাব আব্বাস: আইসিসি-র ইনসাইডারে দেখা যাচ্ছে জয়নাব আব্বাসকে। পাকিস্তান সুপার লিগ থেকে শুরু করে ওদেশের একাধিক ক্রিকেট শো হোস্ট করেছেন তিনি। শেষ কয়েক বছরে পাকিস্তানের একাধিক ক্রিকেটার ও আধিকারিকদের সাক্ষাৎকার নিয়েছেন জয়নাব। তাঁর ক্রিকেট নিয়ে জ্ঞান তারিফ করার মতো। লাহোরের এই কন্যা মার্কেটিং এবং স্ট্র্যাটেজিতে এমবিএ করেছেন। নিরপেক্ষ মতামত দেওয়ার জন্যই তিনি আলাদা জায়গা করে নিয়েছেন। অত্যন্ত মজার সঙ্গেই কাজটা করেন তিনি। প্রচুর গুণমুগ্ধ রয়েছে তাঁর। বলিউড বাদশা শাহরুখ খানের একজন বড় ভক্ত হিসেবেই পরিচিত জয়নাব।

View this post on Instagram

Cruising with the girls ????& @brad_hogg

A post shared by Zainab Abbas (@zabbasofficial) on

এলমা স্মিট: দক্ষিণ আফ্রিকার রেডিও জকি এলমা। ২০১১ সালে নিউজিল্যান্ডে রাগবি বিশ্বকাপে সঞ্চালনা করার পর আর পিছন ফিরে তাকা তে হয়নি তাঁকে। আফ্রিকান মিউজিক চ্যানেল এমকে-তেও সঞ্চালনা করেছিলেন ২০১০ সালে। এরপরের বছর এমকে অ্যাওয়ার্ডসে অ্যাঙ্কারিং করেন তিনি। সুপারস্পোর্টটিভি-তেও একই কাজ করেছেন এলমা। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে আইসিসি-র প্যানেলে রয়েছেন তিনি। অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এগিয়ে চলেছেন এলমা।

রিধিমা পাঠক: রেডিও জকি থেকে শুরু করে মডেলিং হয়ে অভিনয়। কিছুই বাদ দেননি রিধিমা। কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটেই মনোনিবেশ করলেন তিনি। পুণের একাধিক ক্লাবে সঞ্চালনা করার পর টিভি উপস্থাপিকার কাজ শুরু করেন। স্টার স্পোর্টস, সনি সিক্স, টেন স্পোর্টস, জি স্টুডিও এবং অনান্য প্রথম সারির চ্যানেলের হয়ে সেলিব্রিটিদের সাক্ষাৎকার নেন। গত বছর এশিয়ান গেমসেও সম্প্রচারকারকদের দলে ছিলেন। আইসিসি-র ইনসাইডার হয়ে বিরাট কোহলির সাক্ষাৎকার নিয়ে ফেলেছেন ইতিমধ্যে। 

Cricket World Cup
Advertisment