/indian-express-bangla/media/media_files/2025/08/07/5-indian-cricketers-played-most-test-matches-2025-08-07-23-11-10.jpg)
/indian-express-bangla/media/media_files/2025/08/07/indian-test-cricket-team-2025-08-07-23-11-10.jpg)
শুরুর কথা
Indian Cricket Team: টেস্ট ক্রিকেটের ইতিহাস যে কত পুরনো, সেটা আজ আর নতুন করে বলে দেওয়ার দরকার নেই। এই ফরম্য়াটে ভারত বহু বছর ধরে নিজেদের যোগ্যতা প্রমাণ করে আসছে। ভারতের হয়ে একাধিক খেলোয়াড় টেস্ট ক্রিকেটে অনন্য কীর্তি স্থাপন করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/07/jasprit-bumrah-test-retirement-2025-08-07-23-11-10.jpg)
ভারতের হয়ে সর্বাধিক টেস্ট ম্য়াচ
আজ আমরা এমন ৫ ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আলোচনা করব, যাঁরা টেস্ট ক্রিকেটে সর্বাধিক ম্যাচ খেলেছেন। আসুন, এই তালিকায় একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
/indian-express-bangla/media/media_files/2025/08/07/indian-test-cricket-team-1-2025-08-07-23-11-10.jpg)
শীর্ষ ৫-এর তালিকায় রয়েছেন এই ক্রিকেটাররা
এই তালিকায় সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং রাহুল দ্রাবিড়ের পাশাপাশি আরও ৩ ক্রিকেটারের নাম রয়েছে। তবে একথা শুনলে আপনারা হয়ত খানিকটা অবাকই হবেন, শীর্ষ ৫-এর তালিকায় বিরাট কোহলির নাম নেই।
/indian-express-bangla/media/media_files/2025/08/07/sachin-tendulkar-1-2025-08-07-23-11-10.jpg)
প্রথম স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক টেস্ট ম্য়াচ খেলার রেকর্ড সচিন তেন্ডুলকরের ঝুলিতে রয়েছে। সচিন তাঁর ক্রিকেট কেরিয়ারে মোট ২০০ টেস্ট ম্য়াচ খেলেছেন। শুধুমাত্র ভারতই নয়, গোটা বিশ্বে সর্বাধিক টেস্ট ম্য়াচ খেলার রেকর্ডও তাঁর দখলেই রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/08/07/rahul-dravid-1-2025-08-07-23-11-10.jpg)
রাহুল দ্রাবিড় রয়েছেন ২ নম্বরে
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ভারতের হয়ে তিনি মোট ১৬৩ টেস্ট ম্য়াচ খেলেছেন। গোটা ক্রিকেট বিশ্বে তিনি 'দ্য ওয়াল' নামে প্রসিদ্ধ ছিলেন। অর্থাৎ, উইকেটে একবার টিকে গেলে তাঁকে আউট করা বেশ কষ্টসাধ্য কাজ ছিল।
/indian-express-bangla/media/media_files/2025/08/07/vvs-laxman-1-2025-08-07-23-11-10.jpg)
ভিভিএস লক্ষ্মণ
সর্বাধিক টেস্ট ম্য়াচ খেলার তালিকায় তৃতীয় ভারতীয় ক্রিকেটার হলেন ভিভিএস লক্ষ্মণ। তিনি নিজের ক্রিকেট কেরিয়ারে মোট ১৩৪ টেস্ট ম্য়াচ খেলেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/07/anil-kumble-2025-08-07-23-11-10.jpg)
অনিল কুম্বলে
এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে। কুম্বলে তাঁর লেগ স্পিনের জাদুতে বিপক্ষ ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন। ভারতের হয়ে তিনি মোট ১৩২ টেস্ট ম্য়াচ খেলেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/07/kapil-and-gavaskar-2025-08-07-23-11-10.jpg)
কপিল দেব এবং গাভাসকার
এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ১৯৮৩ সালে ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ। ভারতীয় ক্রিকেট দলের হয়ে তিনি মোট ১৩১ টেস্ট ম্য়াচ খেলেছিলেন। কপিলের ঠিক পরেই ষষ্ঠ স্থানে রয়েছেন সুনীল গাভাসকার। তিনি মোট ১২৫ টেস্ট ম্য়াচ খেলেছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/08/07/virat-kohli-2025-08-07-23-11-10.jpg)
বিরাট কোহলি রয়েছেন ৭ নম্বরে
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক টেস্ট ম্য়াচ খেলার তালিকায় সপ্তম স্থানে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। তিনি মোট ১২৩ টেস্ট ম্য়াচ খেলেছেন। চলতি বছরই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন কিং কোহলি।