টিম ইন্ডিয়ার ফাস্ট বোলর যসপ্রীত বুমরা এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরাদের একজন। তাঁর বোলিং অ্যাকশন বুঝে ওঠার আগেই অনেক ব্যাটসম্যানের উইকেট নড়ে যায়। ডেথ ওভারে কোহলির দলের ভরসামান যোদ্ধা তিনি। বিষাক্ত স্লোয়ার অস্ত্রেই বিপক্ষকে নাস্তানাবুদ করেন আহমেদাবাদের বছর চব্বিশের পেসার। এহেন বুমরারই একজন বড় ফ্যান রয়েছে পাকিস্তানে। যার বয়স মাত্র পাঁচ। এই বয়সেই সে তার আইডল বুমরার বোলিং অ্যাকশন নকল করে ফেলেছে। আর সেই ভিডিও টুইটারে এখন ভাইরাল।
গত শনিবার চল্লিশে পা দিয়েছেন বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনারকে টুইটারে শুভেচ্ছা জানান বুমরা। আর সেই টুইট ধরেই উমর আফ্রিদি বলে এক জনৈক পাকিস্তানি সেই বাচ্চাটির বল করার ভিডিও পোস্ট করেছে। বুমরাও তারপর সেই ভিডিও দেখেছেন। এক নম্বর ওয়ান-ডে বোলার লিখলেন, “ আমার মনে আছে, আমি যখন ছোট ছিলাম তখন আমার ক্রিকেটিং হিরোদের অ্যাকশন নকল করতাম। এটা দেখে ভাল লাগছে যে, বাচ্চারা এখন আমার অ্যাকশন নকল করছে।”
ডান হাতি পেসার এখনও পর্যন্ত ছ’টি টেস্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। খেলেছেন ৪১টি ওয়ান-ডে ও ৩৫টি টি-২০। এবছর ৫ জানুয়ারি কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় বুমরার। অল্পদিনেই বাইশ গজে নিজের ছাপ রেখেছেন বুমরা। টেস্টে ২৮টি ওয়ান-ডে ফর্ম্যাটে ৭২টি ও টি-২০ সংস্করণে ৪৩টি উইকেট নিয়েছেন। ২০১৭-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন। এটাই তাঁর সেরা পরিসংখ্যান। এই মুহূর্তে টিম ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজ খেলবে। রবিবার গুয়াহাটিতে প্রথম ম্যাচ। কিন্তু দলে রাখা হয়নি বুমরাকে।