হাতে আর একদিন। তারপরেই শুরু ভারত-অস্ট্রেলিয়ার প্রতিক্ষীত টি-২০ সিরিজ। বুধবার তিন ম্যাচের সিরিজের শুভারম্ভ গাবায়, এরপর শুক্রবার দ্বিতীয় টি-২০ মেলবোর্নে। রবিবার শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে। তিনটি ভেন্যুরই টিকিট বিকোচ্ছে ঝড়ের বেগে। কিন্তু এর মধ্যে সবার চোখে মেলবোর্নের ম্যাচে। ফ্রাইডে ব্লকবাস্টার হবে বিশ্বের দীর্ঘতম ক্রিকেট স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)
গাবা এবং সিডনির থেকেও এমসিজি-র টিকিট বিক্রির হার অনেক বেশি। সব স্টেডিয়াম মিলিয়ে এক লক্ষ টিকিট ইতিমধ্যেই শেষ। অস্ট্রেলিয়ান মিডিয়ার অনুমান, বিক্রির সংখ্যা ১ লক্ষ ৩৫ হাজার হতে পারে। ক্রিকেটডটকমডটএইউ যে রিপোর্ট দিয়েছে তাতে মনে করা হচ্ছে যে, ১ লক্ষ ২৪ হাজার আসন বিশিষ্ট এমসিজি-তে ৭০,০০০ দর্শক আসতে পারেন ম্যাচ দেখতে। গাবায় প্রথম ম্যাচে প্রত্যাশিত ৩০,০০০ দর্শক। সিডনিতে মনে করা হচ্ছে যে, ৩৫,০০০ ফ্যানের দেখা মিলতে পারে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ছাপ রেখে আসতে চাই আমরা: রোহিত
অস্ট্রেলিয়াতে এখনও পর্যন্ত একটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ দেখতে সবচেয়ে বেশি দর্শক এসেছিলেন ২০০৮ সালে। এই এমসিজি-তেই খেলা হয়েছিল। সেবার ইন্দো-অজি দ্বৈরথ দেখেছিলেন ৮৪,০৪১ জন দর্শক। যদিও আড়াই বছর আগে এই ভারত-অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ দেখতে এমসিজি ভরিয়েছিলেন ৫৮,৭৮৭ জন। মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সদস্যদের উপরেই অনেক নির্ভর করছে দর্শক সংখ্য়া। এই বছর এমসিজি-তে ভারত-অস্ট্রেলিয়া টি-২০ ম্যাচই হতে চলেছে প্রথম গ্রীষ্মকালীন খেলা। বিরাটদের প্রথম ম্য়াচ গাবায় দর্শক হওয়ার অন্যতম কারণ পুল ডেক। জলে গা চুবিয়েই সেখানে গত দু’মরসুম খেলা দেখার স্বাদ নেওয়া যাচ্ছে।
অস্ট্রেলিয়া টি-২০ স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), অ্যাস্টন আগার, জেসন বেরেনডর্ফ, ন্যাথান কুল্টার নাইল, ক্রিস লিগ, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডার্মট, ডি’আর্কি শর্ট, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টোইনিস, আন্দ্রে টাই ও অ্যাডাম জাম্পা।
ভারত টি-২০ স্কোয়াড: বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মণীশ পাণ্ডে, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ (উইকেটকিপার), কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যসপ্রীত বুমরা, উমেশ যাদব ও খালিল আহমেদ