T20 World Cup 2024 India Players List: জুনেই টি-২০ বিশ্বকাপ। আর, সেখানে টিম ইন্ডিয়া থেকে নিশ্চিতভাবেই বাদ পড়তে চলেছেন ৮ তারকা। বিশ্বকাপের আগে এই আপডেটে রীতিমতো ঝড় উঠেছে। বাদ পড়তে চলা খেলোয়াড়দের মধ্যে চোট পাওয়া খেলোয়াড়রাও আছেন।
ইতিমধ্যেই টি২০ বিশ্বকাপের জন্য অস্থায়ী স্কোয়াড ঘোষণার সময়সীমা ঘনিয়ে এসেছে। আর, তারই সঙ্গে পাল্লা দিয়ে ভারতীয় দলের সম্ভাব্য স্কোয়াড মিডিয়ার আলোচনার অংশ হয়ে উঠেছে। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রাথমিকভাবে অন্ততপক্ষে ১০ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে। তবে, পুরো স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। কারণ, স্কোয়াডে ১৫ সদস্য থাকার কথা। সেরা টিম বাছতে তাই ইতিমধ্যেই চলছে নানা চুলচেরা বিশ্লেষণ।
এবারের টি২০ বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। এর আগে শেষ টি২০ বিশ্বকাপ হয়েছিল ২০২২ সালে অস্ট্রেলিয়ায়। সেখানে ভারত সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে পরাজিত হয়েছিল। সেই দলের কমপক্ষে সাত সদস্য এবারের টি২০ বিশ্বকাপেও জায়গা পেতে পারে। একইভাবে গতবারের চূড়ান্ত দল থেকে আট জন বিশ্বকাপারের এবার ছিটকে যাওয়ার সম্ভাবনা আছে।
২০২২ সালে ভারতের টি২০ দলে ছিলেন- রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, হার্শাল প্যাটেল।
সেই স্কোয়াডেরই অধিনায়ক রোহিত শর্মা এবারও অধিনায়ক হিসেবেই বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলবেন। পাশাপাশি দলে থাকবেন- বিরাট কোহলি, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, আরশদীপ সিং। তবে, সবটাই নির্ভর করছে, এই খেলোয়াড়দের ফিটনেট ঠিকঠাক আছে কি না, তার ওপর। আর, গতবারের দলের যে ক্রিকেটারদের কথা নির্বাচকরা ভাবছেনই না, তাঁদের মধ্যে রয়েছেন দীপক হুডা, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল। আর, কুলদীপ যাদবের জন্য রবিচন্দ্রন অশ্বিনও দল থেকে বাদ পড়তে পারেন। বাদ পড়তে পারেন অক্ষর প্যাটেল। তাঁর জায়গায় দলে ঢুকতে পারেন রবীন্দ্র জাদেজা।
আরও পড়ুন- DRS-এ হচ্ছে বিস্ফোরক চিটিংবাজি! মুম্বই ইন্ডিয়ান্স-এর জালিয়াতি প্রকাশ্যে এনে দিল এই ভিডিও, দেখুন
টি-২০ ক্রিকেটে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারী, পার্পল ক্যাপ বিজেতা যুজবেন্দ্র চাহালকে গত টি২০ বিশ্বকাপের একটা ম্যাচেও খেলানো হয়নি। গোটা টুর্নামেন্টে তিনি প্রথম একাদশেই ছিলেন না। এবার চাহালকে কুলদীপের পরেই দ্বিতীয় স্পেশালিস্ট স্পিনার হিসেবে ধরা হচ্ছে। জাদেজাও স্পিন বল করেন। তার ফলে, এবারও চাহাল বিশ্বকাপের প্রথম একাদশে সুযোগ না-ও পেতে পারেন। পেশারদের মধ্যে চোটের কারণে মহম্মদ শামি বিশ্বকাপের স্কোয়াডে থাকছেন না। এটা বিসিসিআই সচিব জয় শাহ কার্যত নিশ্চিত করেই দিয়েছেন।
T20 World Cup 2024: ভারতের সম্ভাব্য স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ড্য (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, আরশদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ সিরাজ, আভেশ খান, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শুভমান গিল