বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের নির্ঘন্ট বদলে গেল। ১৫ অক্টোবর নয়, একদিন আগে পিছিয়ে ম্যাচ আয়োজিত হবে ১৪ অক্টোবর। ইন্ডিয়ান এক্সপ্রেস-এ আগেই জানানো হয়েছিল নবরাত্রির সঙ্গে দিনক্ষণের সংঘাতে ম্যাচের দিন বদলাতে পারে। গুজরাট জুড়েই নবরাত্রি ঘিরে সাজসাজো ব্যাপার থাকে।
আর ভারত-পাক ম্যাচের নির্ঘন্ট বদলের সঙ্গেই আরও কিছু ম্যাচের সূচির বদল ঘটল সামঞ্জস্য রেখে। দিল্লিতে ১৪ অক্টোবর পূর্ব নির্ধারিত ম্যাচ ছিল ইংল্যান্ড বনাম আফগানিস্তান। সেই ম্যাচ একদিন পিছিয়ে আয়োজিত হবে ১৫ অক্টোবর। হায়দরাবাদে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ অক্টোবর ১২ থেকে পিছিয়ে গেল অক্টোবর ১০-এ। লখনৌয়ে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সূচি পিছিয়ে এল ২৪ ঘন্টা। অক্টোবর ১৩-এর বদলে ম্যাচ হবে অক্টোবর ১২-এ।
একইভাবে নিউজিল্যান্ডের বাংলাদেশ ম্যাচ চেন্নাইয়ে হওয়ার কথা ছিল ১৪ অক্টোবর। নতুন সূচি অনুযায়ী, সেই ম্যাচ হবে দিন রাতের। অক্টোবর ১৩-এ। ইংল্যান্ড বনাম বাংলাদেশ ম্যাচ দিন রাতের হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী সেই ম্যাচ হবে দিনের।
লিগ পর্ব শেষের দিকে ডাবল হেডার ম্যাচগুলিতে তিনটে বদল ঘটছে। নভেম্বর ১২-এ পুনেতে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচ (সকাল ১০.৩০-এ শুরু) একদিন পিছিয়ে হবে নভেম্বর ১১-এ। ইডেনে পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ হবে দিন-রাতের।
ভারতর নেদারল্যান্ডস ম্যাচ নভেম্বর ১১-এর বদলে বেঙ্গালুরুতে হবে একদিন পরে নভেম্বর ১২-এ।