বাইশ গজে অন্যতম বর্ণময় চরিত্র সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ভারতে তিনি সবার প্রিয় ‘দাদা’। এই মানুষটার হাত ধরেই বদলে গিয়েছিল ভারতীয় ক্রিকেটের চেহারাটাই। তৈরি হয়েছিল টিম ইন্ডিয়া। সৌরভ নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে হার না মানা একটা মানসিকতা। বিদেশের মাটিতে মূলত ‘আগলি অজি’দের বিরুদ্ধে চোখে-চোখ রেখে লড়াই করার মন্ত্রটা শিখিয়ে দিয়েছিলেন তিনি।
যদিও ক্যাঙ্গারুর দেশে খুব একটা প্রিয় নন সৌরভ। এদেশেরই কিংবদন্তি ক্রিকেটার গ্রেগ চ্যাপেলের সঙ্গে তাঁর সম্পর্ক আজও ক্রিকেট ইতিহাসের অন্যতম চর্চিত একটা অধ্যায়। অথচ চ্য়াপেলের দেশেই বিরল সম্মান পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিয়ার প্রিয় দেশে তাঁর নামেই তৈরি হয়েছে এক নতুন বিয়ার।
আরও পড়ুন: কোচ না ক্যাপ্টেন? কার হাতে ভরাডুবি নাইটদের?
I always thought they didn’t like @SGanguly99 much here in Australia. But they instead have paid him the highest Aussie honour possible by naming a beer after him & even marking it as a smooth “hopetator” Must have been all those hugs to Ponting @cricbuzz #Ipl2019 @DelhiCapitals pic.twitter.com/Vymtdy6Uue
— Bharat Sundaresan (@beastieboy07) April 20, 2019

অস্ট্রেলিয়ার স্থানীয় এক পানশালার মেনু কার্ডে ‘ফেরাল গাঙ্গুলি ম্যাংগো লস্সি’ (Feral Ganguly Mango lasi IPA’ under ‘Smooth Hoperators) নামের এই বিয়ারের উল্লেখ রয়েছে। ‘স্মুদ হপারেটার্স’এর তালিকায় স্থান দেওয়া হয়েছে সেই বিয়ারকে।
এক ক্রীড়া অনুরাগী তাঁর টুইটারে এই মেনু কার্ডের ছবি পোস্ট করতেই খবরটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে তিনি ক্যাপশন দিয়েছেন, “আমি সবসময় ভাবতাম যে, অস্ট্রেলিয়ায় সৌরভকে বিশেষ কেউ পছন্দ করেন না। কিন্তু সৌরভের নামে নতুন বিয়ারের নামকরণ করে তাঁকে দেশের সর্বোচ্চ সম্মান জানিয়েছে অস্ট্রেলিয়া। আর এর জন্য় পন্টিংকে আমার আলিঙ্গন।” টুইটটা তিনি সৌরভ এবং রিকি পন্টিংকে ট্যাগ করছেন। যদিও এ ব্যাপারে সৌরভ বা পন্টিং কোনও মন্তব্য করেননি। ফেরালব্রিউয়িংডটকম-এর ওয়েবসাইটেও জ্বলজ্বল করছে ম্যাঙ্গো গাঙ্গুলি বিয়ারটি। তারা এটিকে সৌরভের মতোই ‘স্ট্যান্ডআউট ক্যারেকটার অন দ্য ফিল্ড’ বলেই ব্যাখ্যা দিয়েছেন।