Aakash Chopra 7 lac Restaurant Bill: কোথায় দিলেন এত টাকার বিল!

Aakash Chopra 7 lakh meal in Indonesia: রেস্তোরাঁয় গিয়ে সাত লাখ টাকার বিল মেটালেন আকাশ চোপড়া!

Aakash Chopra 7 lakh meal in Indonesia: রেস্তোরাঁয় গিয়ে সাত লাখ টাকার বিল মেটালেন আকাশ চোপড়া!

author-image
IE Bangla Web Desk
New Update
Akash Chopra

Former cricketer Aakash Chopra paid ‘nearly 7 lac’ for a meal in Indonesia

Aakash Chopra 7 lac meal in Indonesia: রেস্তোরাঁয় গিয়ে সাত লাখ টাকার বিল মেটালেন আকাশ চোপড়া! প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এই মুহূর্তে ইন্দোনেশিয়ার বালিতে পরিবারের সঙ্গে ঘুরতে এসেছেন। আর এখানে এসেই চোখ কপালে ওঠার মতো বিল দিতে হয়েছে তাঁকে। আকাশ টুইটারে সেই বিলের ছবি তুলে পোস্ট করেছেন।

Advertisment

আকাশ গিয়েছিলেন বালির ‘ইন্ডিয়ান তন্দুর’ রেস্তোরাঁয়। সেখানে গিয়ে তিনি ছোলা বটোরা, পনীর বাটার, পনীর টিক্কা, স্টাফড কুলচা ও ভেজ কাবাব নিয়েছিলেন। সঙ্গে একটি জলের বোতলও ছিল। সব মিলিয়ে তাঁর বিল হয়েছে ৬ লক্ষ ৯৯ হাজার ৯৩০ টাকা।

Advertisment

এই রেস্তোরাঁর সম্বন্ধে গুগল করার আগে একটু জেনে নিন যে, আকাশ ঠিক কী বলতে চেয়েছেন। ভারতীয় মুদ্রায় এক টাকা সমান ২১০ ইন্দোনেশিয়ান রুপিয়া (আইডিআর)। অর্থাৎ আকাশকে দিতে হয়েছে ভারতীয় মুদ্রায় ৩,৩৩৪ টাকা। যেটা আইডিআর-এর হিসাবে প্রায় সাত লক্ষের সমান। টুইটারে মজা করতেই এই পোস্টটি দিয়েছেন আকাশ।