IND vs ENG concussion sub controversy: ভারতীয় পেসার হর্ষিত রানার আন্তর্জাতিক টি২০ অভিষেক হয়েছে বিতর্কের মাধ্যমে। কনকাশন পরিবর্ত হিসেবে অল-রাউন্ডার শিবম দুবেের জায়গায় পুনেতে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিলেন হর্ষিত রানা। আর তিনিই শেষমেশ ভারতের চতুর্থ ম্যাচের জয়ের ফারাক গড়ে দিয়েছেন দুরন্ত স্পেলে। সেই সঙ্গে কনকাশন পরিবর্ত নিয়ে ঝড় উঠেছে মাঠের বাইরে।
ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের হর্ষিত রানাকে 'লাইক-ফর-লাইক' পরিবর্ত হিসেবে মাঠে নামার অনুমোদন দেন। হার্ড-হিটার দুবে তার আগে ব্যাট হাতে নেমে হাফসেঞ্চুরি হাঁকিয়ে গিয়েছিলেন। ভারত রান ডিফেন্ড করার সময় আবার হর্ষিত রানাকে নিয়ে আসা হয় শিভম দুবের জায়গায়। ভারতীয় ইনিংসের শেষদিকে জেমি ওভার্টনের শর্ট বল আছড়ে পড়েছিল শিভম দুবের হেলমেটে।
পরিবর্ত হিসাবে রানার অন্তর্ভুক্তির পরেই ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারের সঙ্গেসঙ্গেই অসন্তোষ প্রকাশ করেন। তরুণ রানা ইংরেজদের নাকানি চোবানি খাওয়ান বল হাতে। দুবের জায়গায় খেলতে নেমে চার ওভারে তিনটি উইকেট তুলে নেন রানা। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক অ্যালাস্টেয়ার কুক রানার অন্তর্ভুক্তিতে বিস্ময় প্রকাশ করেছেন।
টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কুক বলেন, "একজন বিগ হিটিং ব্যাটিং অল-রাউন্ডার, যিনি আইপিএলে [২০২৪ সালে] মাত্র এক ওভার বোলিং করেছেন, তার স্থলাভিষিক্ত হলেন এমন একজন যিনি ব্যাট করতে পারেন না এবং জোরে সিম বোলিং করেন, এটা আমার কাছে একদমই বোধগম্য নয়।" "পাগলামো না হলে এরকম অনুমতি দেওয়া সম্ভব নয়। তবে অভিষেককারী তরুণেরও প্রশংসা করতে হবে, যদিও ওঁকে খেলার অনুমতি দেওয়া উচিত হয়নি। এতে ভারতের অধিনায়কের বল হাতে অপশন বেড়ে গিয়েছিল।"
মাইকেল ভনও সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন: "একজন সম্পূর্ণ বোলার কীভাবে একজন ব্যাটসম্যানের স্থলাভিষিক্ত হতে পারে! যে মাঝেমধ্যে বোলিং করেন!" ঘরোয়া মহল থেকেও একই রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে।
প্রাক্তন ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান আকাশ চোপড়া রানার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলে বলে দিয়েছেন, "এটা সত্যিই লাইক-ফর-লাইক পরিবর্ত নয়। হর্ষিত মূলত বোলার। ওঁকে দিয়ে বল করানোই উচিত। রমনদীপ (সিং) ছিলেন দুবের জন্য আদর্শ 'কনকাশন পরিবর্ত'," ভারত সিরিজ জিতে নেওয়ায়, সিরিজের শেষ ম্যাচ রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।