Aaksah Chopra on Gautam Gambhir: 'গাড়ি থেকে নেমে, ট্রাকে উঠে ড্রাইভারের কলার ধরেছিলেন।'- ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারের কাছ থেকে গৌতম গম্ভীরের সেই রাস্তায় লড়াইয়ের কাহিনি এবার সামনে এল।
গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পরই ভারতীয় ক্রিকেট দলে একটি নতুন যুগের সূচনা হয়েছে। একদিনের ক্রিকেটে ০-২ ব্যবধানে পরাজিত হওয়ার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে গম্ভীরের কোচিংয়ে থাকা ভারতীয় দল। যা তাঁর কার্যকালের শুরুও করেছে বটে।
খেলার প্রতি গম্ভীরের আবেগ ক্রিকেট অনুরাগীদের কাছে চিরচর্চিত। তাঁর দৃষ্টিভঙ্গি পূর্বসূরি- রাহুল দ্রাবিড়ের থেকে বরাবরই আলাদা। দ্রাবিড়ের কোচিংয়ে ভারতীয় দল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি-২০ বিশ্বকাপ জয়ের পরে গম্ভীর কোচিংয়ের ব্যাটন হাতে নিয়েছেন। প্রাক্তন ওপেনার গম্ভীরের সঙ্গে ভারতীয় দলে খেলেছেন, এমন বেশ কয়েকজন এখনও ভারতীয় দলে রয়েছেন।
তাঁদের সঙ্গে গম্ভীরের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে তাঁর কোচ হওয়ার আগে বেশ চর্চা চলছিল। কিন্তু, দায়িত্ব নেওয়ার পর দেখা গিয়েছে, সম্পর্কটা যথেষ্ট মধুর। তাঁর প্রাক্তন সতীর্থদের একজন, আকাশ চোপড়া এই পরিস্থিতিতে সেই প্রথম দিনগুলোর কথা স্মরণ করেছেন, যখন তাঁরা দিল্লি দলে জায়গা পেতে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রতিদ্বন্দ্বিতা তাঁদের খেলা উন্নত করতে সাহায্য করেছে।
এক পডকাস্টে ইউটিউবার রাজ শামানির সঙ্গে কথা বলার সময়, চোপড়া জানিয়েছেন, গম্ভীর তাঁর খেলার দিনগুলোতে ভালো কিছু করার খিদে এবং আগ্রাসনের জন্য পরিচিত ছিলেন। চোপড়া বলেছেন, 'আমরা প্রতিযোগী ছিলাম। জায়গা পাওয়ার জন্য লড়াই করছিলাম। আমাদের খুব একটা ভালো দল ছিল। আমরা যখন খেলতাম, কোহলি বা ধাওয়ান যে কেউ লাইন আপে সুযোগ পেতেন। দলটা এমনই ছিল। আসলে, এমনকি ওপেনিংয়ে বীরুও (বীরেন্দ্র শেওবাগ) জায়গা পেত না। আমরা শুরুতে প্রতিদ্বন্দ্বীই ছিলাম। সত্যি বলতে ও (গম্ভীর) আমার বন্ধু ছিল না। ও একজন খুব আবেগপ্রবণ লোক, খুব কঠোর পরিশ্রমী এবং নিজের নৈপুণ্য সম্পর্কে খুব সচেতন। আর রানও করেছে অনেক। ও সবসময় হৃদয়ের আবেগ হাতে নিয়ে মাঠে নামত। মেজাজে ভীষণ শর্ট ফিউজ ছিল।'
এই প্রসঙ্গেই গম্ভীরের এক মজার কাহিনি শেয়ার করেছেন আকাশ চোপড়া। তিনি জানান, গম্ভীর তাঁর শর্ট টেম্পারের জন্য একবার ট্রাকচালকের সঙ্গেও মারপিট করেছিলেন। এই ব্যাপারে আকাশ চোপড়া বলেন, 'ও বরাবরই মেজাজি। আপনি কখনও বুঝতে পারবেন না, ও কখন রেগে যাবে। ও আমাদের বলেছিল যে, একজন ট্রাক চালকের সঙ্গে মারামারি করেছে। গাড়ি থেকে নেমে ট্রাকের ওপর উঠে পড়েছিল। আর, ওভারটেক করায় চালকের কলার চেপে ধরেছিল। আমি ওকে বললাম, তুমি কী করছে গৌতি? তুমি একটা ছোটখাটো লোক। আর, উনি একজন ট্রাকচালক!'
চোপড়া জানিয়েছেন, গম্ভীর ধনী পরিবারের ছেলে। আর্থিক কারণে কখনও ক্রিকেট খেলেনি। তবুও খেলার প্রতি ওঁর দায়বদ্ধতা ছিল প্রচণ্ড। এই ব্যাপারে চোপড়া বলেন, 'গম্ভীর একজন ভালো মনের লোক। খুব ধনী পরিবারের ছেলে। আর, সারাক্ষণ মাঠ নিয়ে পড়ে থাকত। ও সোনার চামচ নিয়ে জন্মেছে। অনেকটা অভিনব বিন্দ্রার মতো। তারপরও, গৌতমের মনটা কিন্তু বদলায়নি।'
READ THE FULL ARTICLE IN ENGLISH