Advertisment

ভাইরাল টুইট: ৯ বছর আগেই চাহারকে স্পট করেছিলেন আকাশ চোপড়া

আজ থেকে ন'বছর আগেই চাহারের প্রতিভা বুঝতে পেরেছিলেন আকাশ চোপড়া। তখনই তাঁকে স্পট করেন তিনি। টুইট করে জানিয়েছিলেন যে, ভবিষ্য়তে চাহারের দিকে চোখ রাখতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Aakash Chopra spotted Deepak Chahar’s talent nine years ago

ভাইরাল টুইট: ৯ বছর আগেই চাহারকে স্পট করেছিলেন আকাশ চোপড়া

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে চর্চিত নাম দীপক চাহার। গত রবিবার নাগপুরে ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজের ফয়সলা ম্য়াচে আগুন জ্বালিয়েছিলেন আগ্রার বছর সাতাশের মিডিয়াম পেসার। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের ৩০ রানের জয়ের রাতে হ্য়াটট্রিক-সহ তুলে নিয়েছিলেন হাফ ডজন উইকেট।

Advertisment

আজ থেকে ন'বছর আগেই চাহারের প্রতিভা বুঝতে পেরেছিলেন আকাশ চোপড়া। তখনই তাঁকে স্পট করেন তিনি। টুইট করে জানিয়েছিলেন যে, ভবিষ্য়তে চাহারের দিকে চোখ রাখতে হবে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও অধুনা ধারাভাষ্য়কারের সেই টুইট ভাইরাল হয়েছে। ৪২ বছরের ক্রিকেটারের ট্য়ালেন্ট স্কাউট করার ক্ষমতা দেখে মুগ্ধ টুইটারাত্তিরা।

আরও পড়ুন-৪৮ ঘণ্টার মধ্য়ে দ্বিতীয় হ্য়াটট্রিক দীপক চাহারের

দেশের হয়েই শুধু ঝলসাননি চাহার। ভারতের বিরুদ্ধে ম্য়াচ জেতানো পারফরম্য়ান্সের ৪৮ ঘণ্টার মধ্য়ে ফের হ্য়াটট্রিক করেছেন তিনি। গত মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রাজস্থান বনাম বিদর্ভের ম্য়াচে হ্য়াটট্রি করেছেন চাহার।

আরও পড়ুন-৪৮ ঘণ্টার মধ্য়ে দ্বিতীয় হ্য়াটট্রিক দীপক চাহারের

তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্য়াশনাল স্টেডিয়ামে তিন ওভার বল করে ১৮ রানের বিনিময় চার উইকেট তুলে নেন তিনি। বোঝাই যাচ্ছে চাহার কী ফর্মে রয়েছে। আসন্ন টি-২০ বিশ্বকাপে নিজের সুযোগ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিয়েছেন তিনি।

cricket BCCI
Advertisment