কিছুদিন আগেই আইপিএলের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ঘটা করে কিনেছিল অ্যারন ফিঞ্চকে। সেই অ্যারন ফিঞ্চই এবার বিগব্যাশ লিগে শোচনীয় ফর্মে! গত মরশুমে মেলবোর্ন রেনেগ্রাডসকে বিবিএল চ্যাম্পিয়ন করেছিলেন জাতীয় দলের তারকা। এবার তাঁর মতোই হতাশাজনক পারফর্ম করে চলেছে মেলবোর্নের ফ্র্যাঞ্চাইজি দলটি। টুর্নামেন্টের প্রথম ছটি ম্যাচের প্রতিটিতে হেরে মেলবোর্ন আপাতত লিগ তালিকার তলানিতে।
আর এর পরেই অ্যারন ফিঞ্চের সঙ্গে আরসিবি-র কানেকশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে উঠেছে আলোচনা। আইপিএলে তারকাখচিত দল গড়ে প্রত্যেকবারেই আরসিবি মুখ থুবড়ে পড়েছে। কোহলি, এবি ডিভিলিয়ার্স, যুবরাজ সিং, ক্রিস গেইলদের মতো মহাতারকারাও আরসিবি-র ভাগ্যের চাকা উলটোতে ব্যর্থ।
আইপিএলে নেতা হিসেবে বরাবরই ব্যর্থ কোহলি-ও। জাতীয় দলের জার্সিতে নেতৃত্বে এবং ব্যাটসম্যান হিসেবে পাঁচতারা পারফরম্যান্স মেলে ধরলেও কোহলি বরাবরই লালচে জার্সিতে ব্যর্থ। আর অ্যারন ফিঞ্চের মেলবোর্ন রেনেগ্রাডস-এর পিছনেও রসিক টুইটার ব্যবহারকারীরা আরসিবি-র দুর্ভাগ্যের কানেকশন খুঁজে পেয়েছেন। এবারে ফিঞ্চকে আরসিবি কেনার সঙ্গে সঙ্গেই নাকি ব্যাট হাতে ফর্ম হারিয়েছেন তারকা। এমনটাই বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
মেলবোর্ন রেনেগ্রাডসের জার্সিতে ফিঞ্চ (টুইটার)
গতবারের শিরোপা জয়ীরা এবার সিডনি থান্ডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল। ছয় উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছিল ফিঞ্চের নেতৃত্বাধীন দলকে। এরপরে পার্থ স্কর্চার্সের বিপক্ষে ব্যাট হাতে ভালই খেলছিল মেলবোর্ন। তবে লক্ষ্যমাত্রার ১১ রান দূরেই থেমে যায় তাদের ইনিংস।
তৃতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সের কাছে খড়কুটোর মতো উড়ে গিয়েছে মেলবোর্ন রেনেগ্রাডস। সাত উইকেটে পরাজয় বরণ করতে হয়েছিল তাদের। চতুর্থ ম্যাচে অ্যাডিলেড স্টাইকার্সও জয়ে ফিরতে দেয়নি রেনেগ্রাডসকে। তারপরে সিডনি সিক্সার্সের কাছে হারের পরে মেলবোর্ন ডার্বিতে স্টারদের কাছে হেরে বসে ফিঞ্চ বাহিনী।
রেনেগ্রাডসের মতোই ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি ফিঞ্চ। ছটি ম্যাচে অর্ধশতরান করেছেন মাত্র দুটি-তে।
এমন পারফরম্যান্সের পরেই ফিঞ্চের আরসিবি গমন নিয়ে আলোচনা শুরু হয়। বলা হয় আরসিবি-র দুর্ভাগ্য ফিঞ্চ বয়ে এনেছেন বিগব্যাশ লিগে। তার দলও তাই সাফল্যের পথে ফিরতে পারছে না। গত মরশুমের আইপিএলেই আরসিবি প্রথম ছয় ম্যাচ হেরে বসেছিল। মেলবোর্ন রেনেগ্রাডসের মতো। কাকতালীয়ই বটে!