/indian-express-bangla/media/media_files/2025/06/15/1CqCCfUbuj6jj7MffM1E.jpg)
AB de Villiers Delhi Daredevils: দিল্লির হয়ে তিন বছর খেলা ডি ভিলিয়ার্স সেই সময়ের দলের পরিবেশকে ‘লজ্জাজনক’ বলে বর্ণনা করেছেন
AB de Villiers on Delhi Daredevils: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স (AB de Villiers) আইপিএলে (IPL) নিজের প্রথম দল দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমানে Delhi Capitals) সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন। দিল্লির হয়ে তিন বছর খেলা ডিভিলিয়ার্স সেই সময়ের দলের পরিবেশকে ‘লজ্জাজনক’ বলে বর্ণনা করেছেন। তিনি দাবি করেন, তখন দলের ভিতরে অনেক 'বিষাক্ত' এবং 'ক্যানসারাস' স্বভাবের লোক ছিলেন। যদিও এবি কারও নাম প্রকাশ করেননি, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কাউকে আলাদাভাবে দোষারোপ করতে চান না।
এবি ডিভিলিয়ার্স দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত খেলেছিলেন। এই তিন মরশুমে তিনি ২৮টি ম্যাচে অংশ নেন। সেই সময় দলের অধিনায়ক ছিলেন বীরেন্দ্র সেহওয়াগ, এবং তাঁর অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছিলেন গৌতম গম্ভীর। দলের অংশ ছিলেন গ্লেন ম্যাকগ্রা ও ড্যানিয়েল ভেত্তোরির মতো কিংবদন্তিরাও। তবে এবি তাঁর বক্তব্যে সেহওয়াগ বা গম্ভীরের নাম উল্লেখ করেননি।
ডিভিলিয়ার্স বলেন, “আমি কারও নাম নিতে চাই না। কিন্তু তখন এমন অনেক মানুষ ছিল যাঁরা একে অপরের প্রতি হিংসা পোষণ করত। দিল্লি ডেয়ারডেভিলস ভেঙে পড়েছিল। দলে অনেক বিষাক্ত চরিত্র ছিল।” ক্রিকেটডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অনেক দারুণ ক্রিকেটারও ছিল। আমি এখনও সেই দিনগুলো স্মরণ করি। কিছু অভিজ্ঞতা দারুণ ছিল, আবার কিছু ছিল ভয়ানক। এই সময়টাই আমার জীবন ও কেরিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। গ্লেন ম্যাকগ্রা ও ড্যানিয়েল ভেত্তোরির সঙ্গে সময় কাটানো ছিল অসাধারণ।”
আরও পড়ুন ঘোষিত নয়া টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপের সূচি, কোন কোন টিমের সঙ্গে খেলবে ভারত? জেনে নিন বিস্তারিত
গ্লেন ম্যাকগ্রাকে নিজের 'হিরো' বলেও অভিহিত করেছেন ডিভিলিয়ার্স। তিনি বলেন, “২০০৬ সালে তাঁর বিরুদ্ধে টেস্ট খেলার সময় আমি ভীষণ ভয় পেয়েছিলাম। নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু ২০০৮ সালে যখন তিনি আমার প্রশংসা করেন, সেটা আমার জীবনের একটি অবিশ্বাস্য মুহূর্ত ছিল।”
ডিভিলিয়ার্স মনে করেন, দিল্লি ডেয়ারডেভিলস দলে তিনি যথেষ্ট সমর্থন পাননি। তিনি বলেন, কিছু বিষাক্ত স্বভাবের ব্যক্তি দলের পরিবেশ নষ্ট করেছিল, যার ফলে সেখানে খেলা কঠিন হয়ে পড়েছিল।
আরও পড়ুন বিশ্বচ্যাম্পিয়ন হয়েই 'লক্ষ্মীর ভাণ্ডার' পেল দক্ষিণ আফ্রিকা, মালামাল হল টিম ইন্ডিয়াও!
২০১১ সালে ডিভিলিয়ার্স দিল্লি ছেড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)-তে যোগ দেন এবং ২০২১ সালে অবসর নেওয়া পর্যন্ত সেখানেই খেলেন। যদিও আরসিবিকে তিনি আইপিএল ট্রফি এনে দিতে পারেননি, কিন্তু তাঁর ৩৬০-ডিগ্রি ব্যাটিং দিয়ে তিনি কোটি কোটি ভক্তের হৃদয় জয় করে নিয়েছিলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us