Advertisment

পাকিস্তান থেকে সরানো হোক এশিয়া কাপ! ভারতের পক্ষে দাঁড়িয়েই সুর চড়ালেন এবার পাক তারকা

নিজের দেশ নিয়েই বিষ্ফোরক এবার রাজ্জাক

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

এশিয়া কাপ পাকিস্তানের মাটি থেকে সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। ভারতকে নরকে যাওয়ার হুমকি দিয়ে বসেছেন জাভেদ মিয়াঁদাদ। এর মধ্যেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। জানিয়ে দিলেন, পাকিস্তানের মাটি থেকে এশিয়া কাপ সরিয়ে নিয়ে যাওয়া হলে তা বরং ভালোই হবে।

Advertisment

জিও নিউজ-কে রাজ্জাক বলে দিয়েছেন, "ক্রিকেটের জন্যই এটা ভালো খবর। ক্রিকেটের বিজ্ঞাপনের জন্য ভালো উদাহরণ হয়ে থাকবে। একমাত্র আইসিসি টুর্নামেন্টেই ভারত-পাকিস্তান সাক্ষাৎ হয়ে থাকে। যদি এশিয়া কাপ দুবাইয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে তা ক্রিকেটার এবং খেলার পক্ষেই ভালো হবে।"

ভারত যদি এভাবে নিজেদের মর্জি-মাফিক চলে তাহলে কি ভারতকে বড় টুর্নামেন্টের আয়োজন করতে দেওয়া থেকে বিরত রাখা উচিত? রাজ্জাক ভারতের পক্ষ নিয়ে বলছেন, "এভাবে এটা সম্ভব নয়। এরকমটা বছরের পর বছর হয়ে চলেছে। দুই দেশের বোর্ড যদি সামনে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি মেটানোর চেষ্টা করে, সেটা সবথেকে ভালো ব্যাপার হবে। দুই দেশের বোর্ডেরই উচিত দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করা।"

রাজ্জাকের সঙ্গে অবশ্য সহমত হননি পিসিবি চেয়ারম্যান খালেদ মাহমুদ। তিনি পিসিবিকে পরামর্শ দিয়েছেন, আইসিসির অন্য সদস্য দেশগুলির সঙ্গে আলোচনা চালানোর জন্য। "আদর্শ এবং নীতি মেনে বিশ্ব চালিত হয় না। না হলে আইসিসি ভারতকে বলত, 'ওহে কে তুমি, যে এশিয়া কাপ খেলতে পাকিস্তান যাবে না? তবে এটা মানতেই হবে, আইসিসিতে ভারতের মারাত্মক প্রভাব রয়েছে। আমরা যদি ভারতকে ছাড়া এশিয়া কাপের আয়োজন করি, তাহলে কর্পোরেট স্পনসরশিপ বন্ধ হয়ে যাবে। ভারতকে ছাড়া টুর্নামেন্ট জৌলুসও হারাবে। একটা দুর্বল প্রতিযোগিতা হয়ে দাঁড়াবে শেষমেশ। আমরাও আর্থিক ক্ষতির মুখে পড়ব।"

"এভাবে যদি পরিস্থিতি না বদলায়, তাহলে আমাদেরও বাস্তববাদী হতে হবে। পিসিবিকে ভেন্যু পরিবর্তন করতে হবে। তবে এই ঘটনা নিয়ে আইসিসির অন্য মেম্বার- ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গে লবি করে যেতে হবে আমাদের। অন্ততপক্ষে ওঁদের জানাতে হবে, সব ভুল হচ্ছে। ভারত ভুল পথে সবকিছু পরিচালনা করছে। আর তোমরা চুপচাপ বসে রয়েছ। স্রেফ বসে ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে লাভ হবে না। সেই কাজ বহুবার করা হয়েছে। এবার অন্য দেশের কাছেও এই বার্তা পৌঁছতে হবে।"

Read the full article in ENGLISH

Asia Cup BCCI pakistan Pakistan Cricket
Advertisment