বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পেয়ে বসেছিলেন রোহিত শর্মা। অবশেষে সরকারিভাবে বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল টেস্ট সিরিজে প্ৰথম টেস্ট থেকে ছিটকে গেলেন ক্যাপ্টেন রোহিত। তাঁর বদলে সিরিজের প্ৰথম ম্যাচে নেতৃত্ব দেবেন কেএল রাহুল।
বোর্ডের তরফে মিডিয়া বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, "বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পাওয়ার পর মুম্বইয়ের এক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে আলোচনা করেছেন রোহিত। চোট সরানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্ৰথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না তিনি।" সেই সঙ্গে আরও জানানো হয় বোর্ডের মেডিক্যাল টিমের তরফে পরবর্তীতে জানানো হবে দ্বিতীয় টেস্টে রোহিতকে পাওয়া যাবে কিনা!
আরও পড়ুন: চট্টগ্রামে লুন্ঠন! বাংলাদেশ বোলিংকে খুন করে দ্রুততম ডাবল সেঞ্চুরি ঈশান কিষানের
রোহিত শর্মার পরিবর্ত হিসাবে টেস্ট দলের স্কোয়াডে যোগ দিয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ। সম্প্রতি বিজয় হাজারেতে দারুণ ফর্মে ছিলেন তারকা। সেই পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে ডাক পেলেন বাংলার তারকা। সেই সঙ্গে গোটা সিরিজ থেকেই চোটের কারণে বাইরে রাখা হল রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ শামিকে। তাঁদের বদলে অন্তর্ভুক্ত করা হল সৌরভ কুমার এবং নভদীপ সাইনিকে। জানা যাচ্ছে, কাঁধের চোট এখনও পুরোপুরি সারিয়ে উঠতে পারেননি শামি। হাঁটুর চোট থেকেও একশো শতাংশ ফিট হয়ে ওঠেননি জাদেজা।
ভারতের স্কোয়াড রিশাফল করার ঘোষণার দিনেই তাৎপর্যপূর্ণ ঋষভ পন্থকে সহ-অধিনায়ক হিসেবে না বাছা। পন্থ নয়, বাংলাদেশ সিরিজে সহ-অধিনায়ক হিসাবে বাছা হয়েছে চেতেশ্বর পূজারাকে। ঘটনা হল, পন্থকে টিম ইন্ডিয়ার লিডারশিপ গ্রুপে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে ঋষভ পন্থ এবং জসপ্রীত বুমরাকে। ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে বুমরার ডেপুটি হয়েছিলেন ঋষভ পন্থ। রোহিতের অনুপস্থিতিতে পন্থকে ভাবা হয়েছিল সহ-অধিনায়ক হবেন। কেএল রাহুল এমনিতেই রোহিতের সরকারি ডেপুটি। রোহিত না থাকলে তাঁর হাতেই নেতৃত্বের দায়িত্ব বর্তায়।
এতেই ধন্দ তৈরি হয়েছে পূজারাকে ভাইস ক্যাপ্টেন করে দেওয়ায়। পূজারা এই মুহূর্তে ভারতের লিডারশিপ গ্রুপে নেই। ২০২১/২২-এ বর্ডার-গাভাসকার সিরিজে রাহানের ডেপুটি ছিলেন তারকা। রোহিত যোগ দেওয়ার পর সরিয়ে দেওয়া হয় তাঁকে।
আরও পড়ুন: বাপ কা বেটা! শেওয়াগের মতই চার-ছক্কার ঝড় নবাব-পুত্রের, দেখুন বিধ্বংসী ভিডিও
বারবার ব্যর্থ হওয়ার পরে পূজারা, রাহানেকে বাদ দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তারপরে কাউন্টিতে দুর্ধর্ষ পারফর্ম করে প্রত্যাবর্তন ঘটেছে পূজারার। কামব্যাক করার পরে পূজারা মাত্র একটি টেস্ট খেলেছেন।
এমনিতে পন্থের টেস্ট দলে জায়গা পাওয়া নিয়ে সংশয় নেই। তবে সীমিত ওভারের ক্রিকেটে বারবার ব্যর্থ হওয়ার পরে আচমকা বাংলাদেশে ওয়ানডে স্কোয়াডের বাইরে পাঠিয়ে দেওয়া হয় রহস্যজনকভাবে। প্রচন্ড সমালোচিত পন্থ খেলবেন টেস্টে। তবে আচমকা তাঁকে নিয়ে বোর্ডের এই নীতি রহস্য তৈরি করেছে। সবমিলিয়ে, পন্থকে নিয়ে বোর্ডের এই মুহূর্তের নীতি ঠিক কী, প্রশ্ন উঠে গেল শনিবারের ঘোষণার পর।
আরও পড়ুন: রাজনীতিতে ছক্কা মেরে অভিষেক জাদেজার বউয়ের! বিজেপির টিকিটে ভোটে নেমেই বাজিমাত
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড (প্ৰথম টেস্ট):
কেএল রাহুল, ঋষভ পন্থ, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ঈশ্বরণ, সৌরভ কুমার, নভদীপ সাইনি, জয়দেব উনাদকাট