Advertisment

India A squad: বাংলার অভিমন্যু এবার ইন্ডিয়া এ দলের অধিনায়ক! ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ঘোষণা বিসিসিআইয়ের

India A Squad against England Lions: এই ট্যুর শুরু হবে জানুয়ারির ১২ তারিখে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্রাউন্ড-বিতে দুদিনের ওয়ার্ম আপ ম্যাচের মাধ্যমে। চার দিনের ম্যাচের শুরু হবে ১৭ জানুয়ারি, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

author-image
Subhasish Hazra
New Update
Abhimanyu Easwaran | India A | India vs England

Team India A squad: ভারতীয় এ দলের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই (টুইটার, বিসিসিআই)

ইংল্যান্ডের বিরুদ্ধে দুদিনের ওয়ার্ম আপ ম্যাচ এবং প্ৰথম মাল্টি ডে গেমের জন্য ভারতীয় এ দলের স্কোয়াড শনিবার ঘোষণা করে দিল বিসিসিআই। দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের টেস্ট দলের স্কোয়াডে থাকা অভিমন্যু ঈশ্বরণকে নেতা বাছা হয়েছে। সেই সঙ্গে টিম ইন্ডিয়া সিনিয়র দলের নিয়মিত তারকা কেএস ভরতকেও রাখা হয়েছে এ দলের স্কোয়াডে। অভিমন্যু ঈশ্বরণের সঙ্গেই রয়েছেন বাংলার অন্য এক তারকা- আকাশদীপ। সবমিলিয়ে এ দলের স্কোয়াডে দুই বাংলার দুই উঠতি তারকা।

Advertisment

বোর্ডের প্রেস বিবৃতিতে বলা হয়েছে, এই ট্যুর শুরু হবে জানুয়ারির ১২ তারিখে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের গ্রাউন্ড-বিতে দুদিনের ওয়ার্ম আপ ম্যাচের মাধ্যমে। চার দিনের ম্যাচের শুরু হবে ১৭ জানুয়ারি, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

ডিসেম্বরের শুরুতে ইংল্যান্ড লায়ন্স ভারত সফরের জন্য স্কোয়াড জানিয়ে দিয়েছিল ইসিবি। ল্যাংকশায়ার তারকা জস বোহানন ইংল্যান্ড দলটির অধিনায়কত্ব করবেন। ইংল্যান্ড দলে থাকবেন সিনিয়র তারকা অলি রবিনসন। যিনি ইংল্যান্ড সিনিয়র দলের হয়ে ভারতের বিপক্ষে ২৫ জানুয়ারি হায়দরাবাদে প্ৰথম টেস্টেও খেলবেন।

আরও পড়ুন: ওয়ার্নার হল ‘শয়তান’, মা এটাই বলেন! কিংবদন্তির অবসর টেস্টে ‘বোমা’ পার্টনার খোয়াজার

ইংল্যান্ডের পারফরম্যান্স ডিরেক্টর মো বোবাত জানিয়েছেন, "ভারতের কন্ডিশনে ক্রিকেট খেলা যে কোনও ক্রিকেটারের কাছেই চিত্তাকর্ষক ব্যাপার। যে কোনও টেস্ট খেলা দুরন্ত অভিজ্ঞতার বিষয়। আমাদের লায়ন্স দল এই সুযোগ পেতে চলেছে আসন্ন সফরে। ভারতের কন্ডিশনে নিজেদের প্রতিভা মেলে ধরার ভালো সুযোগ থাকছে ওঁদের কাছে।"

তিনি আরও জানিয়েছেন, "কয়েকদিন আগেও আবু ধাবির ট্রেনিং ক্যাম্পে থাকা প্লেয়ারদের নিয়ে এই স্কোয়াড গড়া হয়েছে। এঁদের মধ্যে অনেকেই সিনিয়র দলের টেস্ট স্কোয়াডেও রয়েছেন। এছাড়াও কিছু অভিজ্ঞ ক্রিকেটারদের ডেকে নেওয়া হয়েছে, জরুরিকালীন প্রয়োজনের জন্য।"

ভারত এ দলের টেস্ট স্কোয়াড:
অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, রজত পতিদার, সরফরাজ খান, প্রদোষ রঞ্জন পাল, কেএস ভরত, মানব সুতর, পুলকিত নারং, নভদীপ সাইনি, তুষার দেশপান্ডে, বিদ্বাত কাভেরাপ্পা, ধ্রুব জুড়েল, আকাশ দীপ

England Indian Cricket Team Indian Team
Advertisment