/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/NAIR.jpg)
১৩ বছর ঘরোয়া ক্রিকেটের পর অবসর নিলেন অভিষেক নায়ার (ছবি: অভিষেক নায়ারের টুইটার থেকে)
প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ বছর কাটিয়ে অবসর ঘোষণা করলেন অভিষেক নায়ার। বুধবার টুইট করেই এই খবর জানিয়েছেন মুম্বই ও পদুচেরির হয়ে খেলা অভিজ্ঞ অলরাউন্ডার।
রঞ্জি ক্রিকেটে মুম্বই দলের ধারাবাহিক সাফল্য়ে নায়ারের অবদনাই সবচেয়ে বেশি। তাঁর মেন্টরশিপেই দীনেশ কার্তিক, শ্রেয়াস আয়ার ও উন্মুক্ত চাঁদরা নিজেদের মেলে ধরেছেন। ফিটনেস আর কাজের ধরনের জন্য় নায়ারের ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা।
It's been an absolute honour and I'm grateful for all the support I've received through my playing career.Gave it my everything and like they say 'no regrets no comebacks'.its time to move on...thank you everyone for… https://t.co/oqYs3wK30u
— abhishek nayar (@abhisheknayar1) October 23, 2019
নায়ার বাঁ-হাতে ব্য়াট করতেন সিম বোলার ছিলেন। ধোনির নেতৃত্বে ২০০৯ সালে দেশের জার্সিতে তিনটি ওয়ান-ডে খেলেছিলেন। কিন্তু পারফর্ম করতে না-পারায় দল থেকে বাদ পড়তে হয় তাঁকে। ৩৬ বছরের নায়ার ২০০৫-এ প্রথম রঞ্জি ম্য়াচ খেলেন। ২০১৭-১৮ মরসুমে মুম্বই দল থেকে বাদ পড়ায় তিনি পদুচেরিতে গিয়ে শেষ চারটি প্রথম শ্রেণির ম্য়াচ খেলেন।
প্রথম শ্রেণির দীর্ঘদিনের কেরিয়ারে ১০৩টি ম্য়াচ খেলেছেন নায়ার। ১৩টি শতরান ও ৩২টি অর্ধ-শতরান নিয়ে মোট ৫৭৪৯ রান করেন তিনি। সর্বোচ্চ ২৫৯ রান করেছিলেন। ৩১.৪৭-এর গড়ে ১৭৩টি উইকেট নেন তিনি।
Happy faces post gym@abhisheknayar1@rinkusingh235pic.twitter.com/m4VSYP5GJq
— Unmukt Chand (@UnmuktChand9) August 10, 2019
এই মুহূর্তে নায়ার ক্য়ারিবিয়ান প্রিমিয়র লিগে শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত রয়েছেন সাপোর্ট স্টাফ হিসাবে। অতীতে বেঙ্গালুরুতে অবস্থিত কলকাতা নাইট রাইডার্সের অ্যাকাডেমির সহকারি কোচ ছিলেন। হেড কোচ ছিলেন নিউজিল্য়ান্ডের ব্র্যান্ডন ম্য়াকালাম।